কোভিড বিধি মেনেই ২১শে জুলাই পালিত হল রাজপুর সোনারপুরের ৪ নং ওয়ার্ডে
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২১শে জুলাই ২০২১ : ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন আন্দোলনকারী। সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১শে জুলাই পালিত হয় শহিদ দিবস।
আজকের এই দিনে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা দলীয় কর্মীদের নিয়ে গোটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শহিদ দিবস পালন করা হল।বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবারের মতোই এবছরও রাজপুর সোনারপুরের ৪ নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ে ওয়ার্ড সভাপতি হিমাংশু দে-র উদ্যোগে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে পালিত হয় শহিদ দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাংশু দে সহ ৫ নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক অমিতাভ কুন্ডু, শিবু কর, তাপস দাস, সুধাংশু পট্টনায়ক ও অনেকে।