করোনার কারণে মমতা ব্যানার্জি ভার্চুয়ালি ২১ জুলাই পালন করলেও রাজপুরের পৌরমাতা পাপিয়া গোটা ওয়ার্ড জুড়ে পালন করলেন
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২১শে জুলাই ২০২১ : ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন আন্দোলনকারী। সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১শে জুলাই পালিত হয় শহিদ দিবস।
আজকের এই দিনে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা দলীয় কর্মীদের নিয়ে গোটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শহিদ দিবস পালন করা হল।
বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবারের মতোই এবছরও পাপিয়া হালদার নিজের দলীয় কার্যালয়, শ্রীনগর পশ্চিম পাড়া, আদিবাসী পাড়া, উত্তর বালিয়া, গড়াগাছা খিরিশতলা, গড়াগাছা প্রামানিক পাড়া, পশ্চিম বালিয়া, বালিয়া মোড় রিকশা স্ট্যান্ড, পূর্ব বালিয়া এসটি এসসি পার্টি অফিস, খাটাল ও বালিয়া রিস্কা স্ট্যান্ডে শহিদ দিবস পালন করলেন।