রাজনীতি

বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে বিজেপির অপশাসনের বিরুদ্ধে বিশাল মিছিলের প্রস্তুতি সভা রাজপুর সোনারপুরের ৩ নং ওয়ার্ডে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, এবিপিতকমা, সোনারপুর, ২রা অক্টোবর ২০২০ : কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে অপশাসন নীতি ও জনস্বার্থ বিরোধী বিল আনছে তার বিরুদ্ধে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম আগামী ১৪ই অক্টোবর বেলা ৩টা থেকে গঙ্গাজোয়ারা ব্রিজ থেকে বাইপাসের ঢালাই ব্রিজ পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছেন।

এই মিছিলের পক্ষে বিধায়ক ফিরদৌসী বেগম রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিদায়ী পৌরমাতা অশোকা মৃধার সহযোগিতায় ওয়ার্ডের নতা ও কর্মীদের নিয়ে এই মিছিলের জন্য এক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। তিনি এই সভায় কেন্দ্রের কৃষক ও চাষ বিরোধী বিলের প্রতিবাদে বক্তব্য রাখেন এবং একই সাথে সাম্প্রতিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পরপর ৪টি ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ধর্ষিতার বাড়িতে তৃণমূলের এক প্রতিনিধিদল যেতে চাইলে দেড় কিমি আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ বাধা দেয় এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার প্রতিবাদও করেন। ডেরেক ও’ব্রায়েন শুধু একজন সাংসদ নন, তিনি রাজ্যসভায় একজন বিরোধী দলনেতা। তাঁর সাথে এরকম অকথ্য আচরণকে কোনভাবেই সমর্থন করা যায় না বলেও তিনি জানান। তিনি এমনও জানান এর প্রতিবাদে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন এবং গোটা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠবে। সভায় উপস্থিত ছিলেন অশোকা মৃধা সহ জগদীশ নস্কর, দেবাশিস চৌধুরী, নির্মল বাগুলী, গোবিন্দ আচার্য্য সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *