বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ঐতিহাসিক মিছিলের প্রস্তুতি সভা করল রাজপুর সোনারপুরের ২৮ নং
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই অক্টোবর ২০২০ : সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে আগামীকাল কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন অনৈতিক ও জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক মিছিলের ডাক দিয়েছেন গড়িয়া স্টেশনের নাট্যমহল থেকে বাইপাস সংলগ্ন ঢালাই ব্রিজ পর্যন্ত। এই মিছিলে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১৭টা ওয়ার্ড ও ৫টা পঞ্চায়েত এলাকার কর্মী ও নেতারা সামিল থাকবে।
ইতিমধ্যে এই মিছিলকে সফল করতে ফিরদৌসী বেগম সব অঞ্চলে কর্মীদের সাথে প্রস্তুতি সভা ও রাজনৈতিক বৈঠক করেন। এর মধ্যে সাম্প্রতিক রাজপুর সোনারপুরের ২৮ নং ওয়ার্ডে মিছিলের প্রস্তুতি সভা করেন বিধায়ক ফিরদৌসী বেগম। সভায় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাস, ২৮ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা নমিতা দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, বিশ্বজিৎ দাস সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভা শেষে ওয়ার্ডের অন্যতম নেতৃত্ব সুমন ব্যানার্জি জানান, বিধায়কের এই সিদ্ধান্তকে আমরা সর্বসম্মতভাবে সমর্থন করি। কেন্দ্রের বিজেপি সরকারের বেশ কিছু ভ্রান্ত সিদ্ধান্তের জন্য মানুষের হেনস্থা বেড়েছে। বাজার দর একেবারে আগুন, তার উপর কৃষি বিল চাষীদের জন্য ক্ষতিকারক। এছাড়া উত্তরপ্রদেশের হাথরাশে যে অমানবিক ধর্ষণ কান্ড ঘটেছে তা সারা দেশে বিরল। তার থেকে বিরল ওই রাজ্যের বিজেপি সরকার যারা ধর্ষিতার পরিবারকে হুমকি দেয়েছে।