রাজনীতি

এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে গড়িয়া স্টেশনের ১ নং ওয়ার্ডে পাপিয়ার উদ্যোগে প্রতিবাদী মিছিল

অম্বর ভট্টাচার্য, এবপিতকমা, সোনারপুর, ২৫শে ফেব্রুয়ারি ২০২০ : কেন্দ্র সরকারের এনআরসি এবং এনপিআর নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তার জট খোলে নি। এদিকে শোনা যাচ্ছে ১লা এপ্রিল থেকে সারা দেশে শুরু হতে চলেছে এনপিআর-এর কাজ। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এনআরসি, সিএএ-র বিরোধিতায় প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গতকাল তাই রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের উদ্যোগে এনআরসি, এনপিআর বিরোধী মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রায় ৪০০ মানুষের জমায়েত ছিল। ওয়ার্ডের উন্নয়ন নিয়ে সমালোচনার কোন জায়গা রাখেন নি পাপিয়া। চরম নিন্দুকেরাও স্বীকার করে নেবেন যে বাম জামানায় ওয়ার্ডের যা বেহাল অবস্থা ছিল তার তুলনায় এখন ওয়ার্ডের চেহারা বদলেই গেছে।পিচ রাস্তা, আলো, ঢালাই রাস্তা, নিকাশি ব্যবস্থা, প্রাথমিক পূর পরিষেবা সবেতেই এই ওয়ার্ড আজ অনেক উন্নত। গোটা শ্রীনগরের রাস্তা ধরে এনআরসি বিরোধী মিছিল এগোতে থাকে। তৃণমূল বিরোধীরা যতই চেষ্টা চালাক ওয়ার্ড দখলের ব্যাপারে পাপিয়া প্রমাণ করে দিল মানুষ তাঁর পাশেই আছে।

অন্যদিকে সিপিএমের মহিলা সমিতির মাত্র ৪০জন মহিলা সুনন্দা মন্ডলের নেতৃত্বে পাপিয়ার বিরোধী মিছিল করে। তাদের মিছিলের জবাবে মানুষ রাস্তায় নেমে আসে সিপিমের মিছিলের যথার্থ উত্তর দিতে।বলা বাহুল্য আজ এনআরসি-র প্রতিবাদে মিছিল করছে কিন্তু একবারও সেই মিছিলে ফলাও করে বলছে না ২০১১ সালে প্রয়াত প্রকাশ কারাত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে লিখিত অনুরোধ করেছিলেন দেশে এনআরসি লাঘু করতে। সিপিএম এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।তাঁরা এখন উপায় না দেখে এলাকার পৌরমাতার নামে অপপ্রচারকে ঢাল করে ঘুরে দাঁড়াতে চাইছে।এই পৌর নির্বাচনে তাঁরা যে মানুষের রায় পাবে না তা ভাল করেই জানে কারণ তাদের সংগঠন বলতে কিছুই নেই আজ। ওয়ার্ডে বিজেপি সেভাবে মাথা চারা না দিলেও সিপিএম চাইছে কংগ্রেসকে সাথে নিয়ে ওয়ার্ড ফিরে পেতে কিন্তু এই ওয়ার্ডে কংগ্রেসও সাথে নেই তা আজকের সিপিএমের মিছিল বুঝিয়ে দিল। পাপিয়ার মিছিলে পা মিলিয়েছেন জেলা নেতৃত্ব পার্থ হালদার, মনোরঞ্জন মির্ধা সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্বরা এবং চোখ পড়ার মত ছিল ওয়ার্ডের মহিলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *