রাজনীতি

আমফান ক্ষতিগ্রস্থদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে শশধর ও খেয়াদহ ২ পঞ্চায়েত

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই জুন ২০২০ : আমফান ঝড়ে সোনারপুর উত্তর বিধানসভার শহরাঞ্চলের থেকে গ্রাম পঞ্চায়েতগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়। খেয়াদহ ২ গ্রাম পঞ্চয়েতে অধিকাংশ মানুষের রুজি বলতে গেলে মাছ চাষ।এই সময় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকাটা খুবই প্রয়োজন।তাদের পাশে তাই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেলেন এবং তাদের আপনজন হয়ে আবার কখনো নিবিড় ভাবে সাধারণ মানুষ ও দলের কর্মীদের সাথে নিয়ে তুলে দিলেন সোনারপুর

পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধক্ষ্য শশধর হালদার।আমফান ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মীতা নস্কর, পঞ্চায়েত সদস্য শশাঙ্ক মন্ডল।শশধর হালদার নিজের উদ্যোগে পুর্ব ও পশ্চিম গোয়ালবাটি, উচ্ছেপোঁতা, নাজিরাবাদ, চককোলা খাল, কলারখাল অঞ্চলে প্রায় ২৫০ জন আমফানের ক্ষতিগ্রস্থদের পরিবার পিছু পর্যাপ্ত পরিমানে আটা, ময়দা, আলু, পেঁয়াজ, তেল, ডাল প্যাকেট করে তুলে দেওয়া হয়।এরপরও বিজেপি মিথ্যা প্রচার করবে আমফানে ক্ষতিগ্রস্থদের কিছুই করা হয় নি আর একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর ধারাকে সমালোচনা করবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *