গড়িয়ায় যুবশক্তি নিয়ে প্রশিক্ষণ শিবিরে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী সহ নজরুল, পাপাই
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে সেপ্টেম্বর ২০২০ : সাংসদ ও সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত “যুবশক্তি” গোটা রাজ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যুবশক্তির মাধ্যমে যুবযোদ্ধা সদস্যের সংখ্যা বিরোধীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ গড়িয়া স্টেশন এলাকায় অনুকূল চন্দ্র স্কুলে ৬টা ওয়ার্ডের যুবশক্তির যুবযোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, সোনারপুর উত্তর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সমরজিত কৃষ্ণ ব্যানার্জি, গড়িয়া আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ সহ অনেকে।
উপস্থিত ২৫০ যুবযোদ্ধাদের যুবশক্তি নিয়ে আলোচনা করেন বিধায়ক ফিরদৌসী বেগম।এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি যুবযোদ্ধাদের ১০টা পরিবারকে কিভাবে পরিষেবা দিতে হবে তা নিয়ে আলোচনা করেন ফিরদৌসী বেগম।আগামীদিনে তাঁদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন নজরুল আলি মন্ডল। আজ সকল যুবযোদ্ধাদের নির্দেশ দেওয়া হয় ২২শে সেপ্টেম্বরের মধ্যে ১০টা পরিবারের নাম নথিভুক্ত করার জন্য যা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শওকত মোল্লার হাত মারফৎ জমা দেওয়া হবে সাংসদ অভিষেক ব্যানার্জির অফিসে।