শুভেন্দু অধিকারী তৃণমূলের উপর প্রেসার পলিটিক্স করে একাধিক মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও তৃণমূলের বিধায়ক থাকছেন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে নভেম্বর ২০২০ : তৃণমূল দলের মধ্যে বেশ দীর্ঘদিন ধরে একটা টানাপড়েন চলছে। সকলেই মুখিয়ে আছেন শুভেন্দু কি করেন বা কোন দিকে যান। কিন্তু কয়েকদিন আগেও শুভেন্দু তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আমি কোন দল বদলাইনি। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আর আজও তিনি তাই করলেন। শুভেন্দু অধিকারী তাঁর সব মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী এমনকি হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পদত্যাগ পত্র লিখে পাঠিয়েছেন তিনি।ই-মেলে পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন রাজ্যপালকেও। শুভেন্দুর পদত্যাগপত্রের প্রাপ্তি স্বীকার করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে লিখেছেন, ‘রাজ্যের মানুষের সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। মন্ত্রিত্ব ছারলেও তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি শুভেন্দু অধিকারী।শুভেন্দু কোন পথে সেই বিতর্ক আবার উস্কে দিলেন শুভেন্দু নিজেই। বাংলার রাজনৈতিক আকাশে, আবার নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী কি এবার বিজেপির দিকে?
কিন্তু তৃণমূলের একাংশ এখনও আশাবাদী যে শুভেন্দু বিধানসভার আগে তাঁর পুষে রাখা রাগ ফের একবার উগড়ে দিলেন। মানে অভিষেক ব্যানার্জির উপর যে তাঁর রাগ ছিল তা ফের একবার দলনেত্রীকে বিঝিয়ে দিলেন। এটা তিনি প্রেসার পলিটিক্স করলেন। তিনি তৃনমূলেই ছিলেন আর তৃনমূলেই থাকবেন। শুধু এটা বুঝিয়ে দিলেন তাঁর কাজে যদি অভিষেক ব্যানার্জি নাক গলান তবে তিনি তা ছেড়ে কথা বলবেন না। এই সুযোগে বিজেপি ও কংগ্রেস মাঠে নেমে পড়েছে যদি শুভেন্দুকে টানা যায়। তাঁকে নিতে পারলেই হাতে স্বর্গ পাবে বলে ভাবছে বিরোধীরা।