সোনারপুর উত্তর বিধানসভায় উন্নয়নের হাত ধরেই থাকলেন ২বারের বিধায়ক ফিরদৌসী বেগম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই মার্চ ২০২১ : তৃনমূল কংগ্রেস তৃতীয়বারের সরকারের জন্য লড়াই শুরু করে দিল আজ। আজ কালিঘাটের অফিসে বসে মমতা ব্যানার্জি দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করলেন। যদিও গতবারের বিধায়কদের মধ্যে ২৭ জন বাদ পড়েছেন কিন্তু বাদ পড়েন নি সোনারপুর উত্তর বিধানসভার গত দুবারের তৃনমূল কংগ্রেসের বিধায়ক ফিরদৌসী বেগম। এর থেকে পরিস্কার ফিরদৌসী বেগম কতটা নিজেকে উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করেছেন।এখানেই পরিস্কার মমতা ব্যানার্জি কতটা ভরসা করেন ফিরদৌসী বেগমের উপর।
এর নেপথ্যে একটাই উইনিং পাওয়ার সেটা হল উন্নয়ন ও জনসংযোগ।বিগত দশ বছর ধরে ফিরদৌসী বেগম রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে নিজেকে পরিনত করেছেন, মানুষের মন জয় করেছেন।ধর্মকে উর্ধে রেখে সব অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। দীর্ঘ ৫০ বছরের বহু সমস্যাকে ফিরদৌসী বগম উন্নয়নের মাধ্যমে সমাধান করেছেন যা গোটা সোনারপুর উত্তর বিধানসভার মানুষ দেখেছে। মমতা ব্যানার্জির প্রার্থী ঘোষণার পর গোটা সোনারপুর উত্তর বিধানসভার তৃনমূল কর্মী, নেতা ও নাগরিকদের মধ্যে দেখা গেল স্বস্তির নিঃশ্বাস। সকলেই এখনই জয়ের লড়াই শুরু করে দিলেন। সকলের মধ্যে একটা বাড়তি উৎসাহ দেখা গেল কারণ ফিরদৌসী বগমকে তৃতীয়বারের জন্য জয়ী করতে হবে।