রাজনীতি

দেড় বছর পর নির্বাচন হলেও বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনসংযোগ নিয়ে তৎপর প্রদীপ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বর্ধমান, ২১শে মার্চ ২০২০ : প্রায় দেড় বছর বর্ধমান পৌরসভার নির্বাচন আঁটকে আছে। ২০২০ সালে সেই নির্বাচন হতে চলেছে। কিন্তু তার সাথে পৌরসভার উন্নয়ন কোথাও আঁটকে নেই। সব ওয়ার্ডের উন্নয়নের গতি একইরকম ভাবে এগোলেও গত লোকসভা নর্বাচনে কিন্তু বিজেপি এগিয়ে গেছে।

আমরা বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডে গিয়ে দেখলাম সেই ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ রহমান দিনরাত নির্বাচনের কথা মাথায় নিয়ে নিজের উদ্যোগে জনসংযোগ বজায় রেখে চলেছেন। কখনও ভোটার লিস্ট হাতে, কখনও “দিদিকে বলো” প্রচার করতে বাড়ি বাড়ি গিয়ে দিদির নম্বর দেওয়া, কখনও ওয়ার্ডের মানুষদের সাথে দেখা করে সুবিধা-অসুবিধা জানা। এবার এই ওয়ার্ড সাধারণ থাকার ফলে অনেকটা আশ্বস্ত প্রদীপ রহমান। তিনি বলেন, উন্নয়ন যে ভাবে হয়েছে তাতে দিদির উন্নয়নের উপর মানুষ যথেষ্ট সন্তুষ্ট ও বিশ্বাস রাখে যে একমাত্র তৃণমূল থাকলে পৌরসভার উন্নয়ন অব্যাহত থাকবে। লোকসভা নির্বাচনে মানুষ বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছে ঠিকই কিন্তু পৌরসভা নির্বাচনে বিজেপি পায়ের নীচে মাটি পাবে না। বিজেপি একটাও আসন পাবে না এই পৌর নির্বাচনে।

১৮ নং ওয়ার্ডে মানুষের দাবি অনুযায়ী হ্যেছে রাস্তা, ড্রেন, আলো, ঢালাই রাস্তা, খুব সস্তায় কমিউনিটি হল থেকে আরও অনেক। এছাড়া রাজ্য সরকারের যে সব প্রকল্প রয়েছে যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী এই ওয়ার্ডে কার্যকরি হয়েছে। একইভাবে বার্ধ্যক্য ভাতা, প্রতিবন্দী ভাতা, বিধভা ভাতা, মহিলাদের স্বাবলম্বী প্রকল্প সব কার্যকরি হয়েছে।

সব মিলিয়ে প্রদীপ রহমান জানায়, যদি দল এবার প্রার্থী করে তবে ওয়ার্দের মানুষের দু-হাত ভরা আশির্বাদ নিয়ে দুবারের পৌরপিতা হতে পারবো। দিদির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই আমার একমাত্র লক্ষ্য। মানুষ দিদির উন্নয়নের উপর ভরসা আছে ও আগামীদিনেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *