উত্তরপাড়ায় তৃণমূল পৌরপিতার বাধায় তৃণমূলের এন আর সি বিরোধী সভা ব্যাহত
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, হুগলি, ২৩শে ডিসেম্বর ২০১৯ : উত্তরপাড়া কোতরাং পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌরপিতা তাপস মুখার্জি একসময় ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে তাঁর পরিবর্তে ব্লক সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় দীর্ঘদিনের স্থানীয় নেতৃত্ব ইন্দ্রজিৎ ঘোষের হাতে। সাম্প্রতিক এন আর সি-র বিরুদ্ধে তৃণমূল দল সারা রাজ্যে প্রতিবাদের ঝড় তুলেছে দলের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। একইভাবে উত্তরপাড়া অঞ্চলে ৫, ৬ ও ৮ নং সংযোগস্থলে এক সভার আয়োজন করে স্থানীয় নোতু ঘোষের নেতৃত্বে। কিন্তু সেই সভার বাধ সাধলেন উত্তরপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্থানীয় পৌরপিতা তাপস মুখার্জি।
এলাকায় সর্বত্র মাইক লাগানোর পর সেই মাইক অকেজো হয়ে যায় কারণ পৌরপিতা তাপস মুখার্জি অস্থায়ী মঞ্চ খুলে দিতে বলেন বলে অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। রাস্তার পোস্টে লাগানো সব মাইক খুলে ফেলতে হয় বলে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীদের অভিযোগ।এই নোতু ঘোষ গত পৌরসভা নির্বাচনের সময় তাপস মুখার্জির হয়ে প্রচার করেছিলেন এবং তিনি ওয়ার্ডের সভাপতিও বটে।এর ফলে এলাকার তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের মনোবল ভেঙে যায়। তাঁরা বলছে একজন তৃণমূল দলের পৌরপিতা দলের একটা সভাকে কিভাবে বাতিল করতে পারে ভাবতে পারছি না। অন্যদিকে তিনি নিজেও কোন এন আর সি বিরোধী সভার আয়োজন করছেন না। আমরা সকলেই তাঁর এই অবস্থান নিয়ে বিস্মিত, এভাবে দলের কর্মসূচীকে বাধা দিলে দলের কর্মীরা অসহায় হয়ে পড়বে আর তার মুনাফা তুলবে বিজেপি।স্থানীয় কর্মীরা অভিযোগ তোলেন ব্লক সভাপতি থেকে সরতে হয়েছে বলে বর্তমান সভাপতিকে অপদস্থ করতে এই সভা বানচাল করল তাপস মুখার্জি। এখানেই প্রকাশ্যে এসে গেল দলের গোষ্ঠী কোন্দল, মানুষ এই পরিস্থিতি দেখে এখন হাসছে, ২০২০ সালে পৌরসভা নির্বাচন। মানুষ কি রায় দেবে?