বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে ৩৫ নং ওয়ার্ডে কেন্দ্র সরকারের লাগামহীন পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৬ই জুলাই ২০২০ : কেন্দের বিরুদ্ধে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচী সহ এক মাস ব্যাপী বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে একপ্রকার পৌর ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের নেতৃত্বে আজ রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ড জুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচী গ্রহণ করা হয়। ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গৌরহরি দাস, সভাপতি দেবাশিস দাশের নেতৃত্বে ওয়ার্ডে তৃণমূলের সব শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই কর্মসূচী পালন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সৌরভ প্রধান সহ অনেকে।
এই কর্মসূচী থেকে একটা ইঙ্গিত পরিষ্কার যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই পৌর ভোট হওয়ার সম্ভবনা তৈরি হচ্ছে। কেন্দ্রের জনবিরধী নীতির বিরুদ্ধে মানুষের জনরোষ তৈরি করতে রাস্তায় নেমে পড়ল তৃণমূল দল। যেখানে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম তলানিতে এসে ঠেকেছে সেখানে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন বেড়ে চলেছে। তার উপর করোনা পরিস্থিতিতে মানুষ রোজগার হারিয়েছে, চাকরি বিপন্ন, অর্থসঙ্কটের মুখে মানুষ সেখানে কেন্দ্রের মোদী সরকার পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার ফলে মানুষের নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে।
মানুষের এই অসহায় ও বিপদ্গ্রস্থ পরিস্থিতির পাশে তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠন গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করেছে। মমতা ব্যানার্জির নির্দেশে গোটা জুলাই মাসে এধরনের একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করেছেন।আগামীকাল নেত্রীর নির্দেশে রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে ফের বিক্ষোভ দেখানো হবে।