রাজনীতি

শারদীয়া উপহার হিসাবে রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সভাপতি শাড়ি দিলেন স্বক্রিয় দলীয় মহিলা কর্মীদের

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১২ই নভেম্বর ২০২১ : শারদীয়া শুরু সেই দূর্গা পুজো থেকে আর শেষ এই জগদ্ধাত্রী পুজোয়। দীর্ঘ এক মাস ধরে রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তৃনমূল দলের সভাপতি হিমাংশু দে (মিঠু) ওয়ার্ডের দলের স্বক্রিয় মহিলা কর্মীদের চহ্নিত করে তাদের রাড়িতে গিয়ে গিয়ে ফুলিয়ার তাঁতের শাড়ি পৌঁছে দিয়েছেন। প্রায় ১০০ জন দলের স্বক্রিয় মহিলা কর্মী চিহ্নিত করে সরাসরি তাদের হাতে উপহার তুলে দেওয়ায় বিশ্বাসী মিঠু দে কারণ এই ওয়ার্ডে যে নোংরা রাজনীতি চলছে তাতে আর কেউ উপহার পাবে না। যদি সভা করে এই শাড়ি বিতরণ করা হত তবে হয় তাদের সভায় উপস্থিত থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয় নাহলে তাদের বাড়িতে কোন অছিলায় ডেকে নিয়ে আটকে রাখা হয় যাতে তারা কোন উপহার না পায়।

তাই মিঠু দে নিজের মত করে সব বাড়িতে গিয়ে উপহার তুলে দিয়ে নিজেকে প্রকাশ করলেন, বললেন দলের মহিলা কর্মীরা খুবই অবহেলিত কিন্তু এই মহিলা ব্রিগেড হল প্রধান শক্তি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। সকলে নেতাদের মঞ্চে তুলে সম্বর্ধনা দেয়, উপহার স্বরূপ কিছু তুলে দেওয়া হয় কিন্তু কখনই কোন কর্মীদের কথা চিন্তা করে না।

তাই আমি তাদের কথা মাথায় নিয়ে ফুলিয়ার শাড়ি নিজের হাতে পছন্দ করে এই কর্মসূচী গ্রহণ করেছি। গোটা ওয়ার্ড জুড়ে প্রতিটা মহিলা কর্মীর বাড়িতে গিয়ে তাদের হাতে উপহার তুলে দিতে পেরে নিজেকে তৃপ্ত অনুভব করছি কারণ তাদের আত্মতুষ্টি ও মুখের সরল হাসি দেখে। সকলে শারদীয়ার এই উপহার পেয়ে খুবই খুশি এবং তার সাথে অনেক সুখ-দুঃখের কথাও আলচনা হয়েছে। ওয়ার্ডের বিভিন্ন পরিস্থিতি নিয়ে অনেকে অনেক ধরনের অভিযোগ ও অনুযোগ করেছে। সকলেই তাদের মনের কথা ব্যক্ত করেছে যা এখানে বলার মত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *