রাজনীতি

রাজপুর সোনারপুর পৌরসভার পৌরমাতা পাপিয়ার উদ্যোগে ব্রীজ সংস্কার করে খুলে দেওয়া হল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৬ই ফেব্রুয়ারি ২০২০ : রাজপুর সোনারপুর পৌরসভার ১ নংওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের উদ্যোগে গড়াগাছা নাপিতপাড়ার দীর্ঘদিনের জীর্ণ কাঠের ব্রিজ সংস্কার করে আজ ফের তা সাধারণের জন্য খুলে দেওয়া হল। এই ব্রিজ খুলে দেওয়ার ফলে বহু মানুষের উপকার হল। এবার থেকে মানুষকে আর বাইপাস বা বৈশাখী সংঘের সামনের ব্রিজ ঘরে আসতে হবে না নাপিতপাড়ায়। তারা এবার এই ব্রিজ ব্যবহার করতে পারবে। এই ব্রিজ সংস্কারের জন্য খরচ হয়েছে প্রায় ৪.৫০ লাখ টাকা বলে খবর। এদিন ব্রিজ উদ্বোধনে করতে এসে পৌরমাতা পাপিয়া হালদার এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকার মানুষের জন্য এভাবেই উন্নয়ন করছে, করেছে এবং আগামীদিনেও একই ভাবে করবে।

সামনে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি তাঁর বক্তব্যে সিপিএম ও বিজেপিকে আক্রমণ করে বলেন, বিগত ৩৪ বছরের বাম শাসনে মানুষ এধরনের উন্নয়ন যেমন চোখে দেখেন নি আবার ১০ বছরের কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ছাড়া আর সেরকম উন্নয়নমুখী প্রকল্প সেভাবে দেখেন নি যার ফল দিল্লি সহ বেশ কিছু রাজ্যের বিধানসভা ভোট। প্রতি মাসে গ্যাস থেকে ডিজেল পেট্রোলের দাম বেড়ে চলেছে সাথে ভারত থেকে নাগরিকত্বের নামে এক সম্প্রদায়ের মানুষের উপর আঘাত আনার পরিকল্পনা করছেন যার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিরোধিতা করে লড়াই করে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্বের মধ্যে রনেন সরদার, নিমাই সরদার, সুবীর তোষ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *