২৩শে জানুয়ারি সোনারপুর উত্তর বিধানসভায় শুরু হতে চলেছে ৮ম বর্ষের অল বেঙ্গল স্পোর্টস কার্নিভাল, থাকছে অনেক আকর্ষণ
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২২শে ডিসেম্বর ২০২১ : ২৩শে জানুয়ারি ২০২২ ম্যারাথন দৌড় দিয়ে এবারের ৮ম বর্ষের অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের সূচনা হতে চলেছে সোনারপুর উত্তর বিধানসভায়। প্রতিবছরের মত এবছরও থাকছে অনেক চমক। কামালগাজী স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া যজ্ঞ ২৫শে জানুয়ারি থেকে এবং চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত।
এই ক্রীড়া মহাযজ্ঞের আয়োজক সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। এবারের কার্নিভালে থাকছে ফুটবল, ক্রিকেট, কারাম, ভলিবল, ব্রিজ, ওয়াটারপোলো, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস সহ পিঠে-পুলি উৎসবের সাথে ছোটদের জন্য বসে আঁকো ও রচনা লেখো প্রতিযোগিতা। সকলকে নিয়ে আলাপ আলোচনা করে যাতে উৎসবের মান আরও বাড়ানো যায় তা সিদ্ধান্ত নেন এই উৎসবের মূল কান্ডারি নজ্রুল আলি মন্ডল।
প্রতিবছর বাংলার বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রতিযোগীরা অংশগ্রহণ করলেও এবছর করোনা পরিস্থিতির জন্য আয়োজকেরা সেই ঝুঁকি নিতে চাইছেন না, তাই যত কম সংখ্যক জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করে সেটাই ভাল বলে ভাবছেন তারা। তবে গতবছর সেরকম আয়োজন ছিল না কিন্তু এবছর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় কোভিড বিধি মেনেই সম্পূর্ণ হবে এই কার্নিভাল বলে জানান বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি জানান, গোটা বাংলার ক্রীড়া জগৎ এই উৎসবের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে এই কার্নিভালের মান উন্নত হয়েছে এবং বিস্তারও ঘটেছে। এবছর সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভার বহু বহুতলের আবাসিক সংগঠনের সদস্যদের এই উৎসবে সামিল করা হয়েছে। এই উৎসব সকলের তাই তারাও এবছর থেকে অংশগ্রহণ করতে পারবে।