খেলা

কলকাতায় প্রথমবার মুক্ত ও শুদ্ধ বাতাসে সকলের জন্য হাফ ম্যারাথন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই ফেব্রুয়ারি ২০২০ : কলকাতায় এই প্রথমবার ৯ফেব্রুয়ারি, সকাল ৬ টায় রেড রোডে পাঁচ হাজার মানুষ জড় হবেন মুক্ত ও শুদ্ধ বাতাসে টাইমস হাফ ম্যারাথন “ক্লিন এয়ার রান” যোগ দিতে। টাইমস অফ ইন্ডিয়া সংবাদ গোষ্ঠী এবং অ্যাপেলো গ্লেনেগলস হসপিটালস্ আয়োজিত এই দৌড় অভিযানে থাকছে তিন স্তরের দৌড়, ২১ কিলোমিটার দৌড়, ১০ কিলোমিটার দৌড় এবং ৩ কিলোমিটার দৌড়।২১ কিলোমিটার দৌড়ে অংশ নেবেন ৪৫ বছরের ওপর পুরুষ এবং ৪০ বছরের ওপর নারী। আর একটি বিভাগ থাকছে ২১কিলোমিটারের জন্য ১৫ থেকে ৪৫বছর ও ১৮ থেকে ৪০ বছর বয়সি নারীদের জন্য। এই বিভাগের দৌড়ে পেশাদার এবং সাধারণ প্রতিযোগীরা অংশ নেবেন। ১০ কিলোমিটারের দৌড়ে থাকছে না কোনো বয়সের সীমারেখা।এই দৌড়ের উদ্দেশ্য বায়ু দূষণের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। সম্প্রতি স্বাস্থ্য সংস্থার সমীক্ষা প্রতি বছর বিশ্বে ৭ মিলিয়ন মানুষ মারা যাচ্ছেন বায়ু দূষণের শিকার হয়ে। পরিবেশ দূষণ থেকে পৃথিবীকে মুক্ত রাখতে সামাজিক দায় কে স্মরণে আনতেই এই উদ্যোগ।সাধারণ প্রতিযোগীদের জন্য থাকছে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার।এছাড়া যারা দৌড় সম্পূর্ণ করবে সকলের জন্য থাকবে স্মারক সম্মান।

কলকাতার এই ক্লিন এয়ার রান অনুষ্ঠানে অংশগ্রহণকারী নাগরিকদের উৎসাহিত করতে দৌড়ে অংশ নেবেন বিশিষ্ঠ উদ্যোগপতি সুধীর আহুজা, ফিটনেস এক্সপার্ট অনোয়ার ওয়াহাব , ক্রীড়া দুনিয়ার সুমনা দত্ত, উদ্যোগপতি গগন সচদেব, আর এস লাহাউড়িয়া, কলকাতা এয়ারপোর্টস জেনারেল স্বাতী পোদ্দার, মোনালিসা দে, ফিটনেস বিশারদ ভারত বাগলা এবং দৌড় বীর হর্ষ বন্থিয়া। এছাড়াও থাকছেন, অ্যাপালো হাসপাতালের সি ই ও রানা দাশগুপ্ত, বেনিট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড এর শীর্ষস্থানীয় পদাধিকারী অমিত দাস, গলফার ইন্দ্রজিৎ ভালোটিয়া, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতাভরি চক্রবর্তী এবং দেবলিনা কুমার, গৌরব চ্যাটার্জি, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান সহ অনেকে। সাম্প্রতিক কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য, ডাঃ জয় বসু, শ্যুটার ওয়ার্ল্ড কাপ বিজেতা জয়দীপ কর্মকার, নিলাঞ্জন দাস, কুনাল বিশ্বাস, ম্যারাথন বিশেষজ্ঞ প্রশান্ত সাহা এবং সুব্রত সাহা। প্রচারে ট্যাগ। ছবি : অশোক কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *