ইডেনে রঞ্জি ট্রফিতে ৩রা জানুয়ারি থেকে ইডেনে গুজরাটের মুখোমুখি বাংলা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩১শে ডিসেম্বর ২০১৯ : আগামী ৩রা জানুয়ারি থেকে ইডেনে রঞ্জি ট্রফি ম্যাচ শুরু হতে চলেছে চলবে ৬ই জানুয়ারি।এবার বাংলার মুখোমুখি গুজরাট। বাংলা দলের ১৬ জনের দলে আছেন অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), মনোজ তেওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীভাতস গোস্বামী, অভিষেক কুমার রমন, অর্নব নন্দী, ঋত্বিক রায় চৌধুরী, ঈশান পোড়েল, শাহাবাজ আহমেদ, সুদীপ ঘরামি, আকাশ দীপ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত, অয়ন ভট্টাচার্য, কাজি জুনেদ সাফি। দলের কোচ অরুণ লাল বলে জানালেন সি এ বি সেক্রেটারি অভিষেক ডালমিয়া।দলের পরিস্থিতি দেখে অশোক দিন্দাকে আচরণের কারণে দলে রাখা হয় নি বলেও জানান অভিষেক। অরুনলাল জানান, ঈশান পোড়েল আগামী মরশুমে ভারতের নিউজিল্যান্ড ট্যুরে ভারতের হয়ে খেলতে পারেন। গত ম্যাচে অন্ধ্রপ্রদেশের সাথে ড্র করায় বাংলার ঝুলিতে মাত্র ৩ পয়েন্ট এসেছে।গুজরাটের হয়ে খেলবেন প্রিয়াঙ্ক পালচাল (অধিনায়ক), রুজুল ভাট, সামিত গোহেল, ক্রিষ্টজি প্যাটেল, কাথান প্যাটেল, উর্ভিল প্যাটেল, ধ্রুব রাওয়াল, পার্থিব প্যাটেল, চিন্তন গাঁজা, পিয়ুষ চাওলা, মানপ্রীত জুনেজা, রূশ কালারিয়া, আরজান নাগ্বওয়াসাল্লা, আজার প্যাটেল, তেজাস প্যাটেল, সিদ্ধার্থ দেশাই।