খেলা

বারবার মেয়েদের পাশে সাংসদ মিমি চক্রবর্তী, খেয়াদহে ফুটবল প্রশিক্ষন শিবির উদ্বোধনে মিমি ও ফিরদৌসী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১২ই ডিসেম্বর ২০২০ : বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে নরেন্দ্রপুর থানা অন্তর্গত খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পাইলেন গ্রামে আদিবাসী মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষন কেন্দ্র শুরু হলো৷ এই ফুটবল প্রশিক্ষন শিবিরে আপাতত সপ্তাহে দুদিন প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা যায়৷ এখানকার আদিবাসী মেয়েরা যাতে কলকাতা ডিভিশনে খেলতে পারে সেটাই এই প্রশিক্ষন শিবিরের প্রধান লক্ষ্য৷

আগামী দুই বছরের মধ্যে এই লক্ষ্যপুরণের চেষ্টা করা হবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। সেই সঙ্গে বলেন পরবর্তীতে বারুইপুর পুলিশ জেলার থানা অন্তর্গত বিভিন্ন এলাকায় শুধু ফুটবল নয় অন্য খেলা ও প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রাথমিকভাবে ৬০ জনকে নিয়ে কাজ শুরু হয়েছিল৷ এরমধ্যে প্রাথমিক তালিকায় ৩০ জনকে নেওয়া হয়েছে ৷এদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে৷ বাইরে থেকে প্রশিক্ষকরা এসে এখানে প্রশিক্ষন দেবেন বলে জানান তিনি৷

এই আদিবাসী ফুটবল প্রশিক্ষন শিবিরে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাচাঁদ নস্কর সহ অনেকে। সাংসদ মিমি ও বিধায়ক ফিরদৌসী মাঠে নেমে ধামসা বাজিয়ে ও পায়ে ফুটবল ছুঁয়ে প্রশিক্ষন শিবিরের সূচনা করেন।এর আগেও মিমি চক্রবর্তী মেয়েদের সুরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষন শিবিরের সূচনা করেন নিজের লোকসভা কেন্দ্রে। মিমি চক্রবর্তী মহিলাদের মানসিক ও শারিরিক উন্নয়নের ব্যাপারে সবার আগে এগিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *