খেলা

কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডে “খেলা হবে দিবস” পালিত হল ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৯ই আগস্ট ২০২১ : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ব্যবস্থাপনায় গোটা রাজ্য জুড়ে ১৬ই আগস্ট অনুষ্ঠিত হল “খেলা হবে দিবস”। ১৯৮০ সালে ইডেন গার্ডেন্স মাঠে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিদেশ বসুকে ফাউল নিয়ে ১৮জন তাজা তরুণ প্রাণ হারান। সেইদিনকে স্মরণীয় করে রাখতে এই দিবসের সূচনা হল এই বছর। রাজ্যের ৩৪৩টি ব্লক, ১১৭টি পৌরসভা, ৬টি মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ ও আই এফ এ অনুমোদিত ৩০৯টি ক্লাবে “খেলা হবে দিবস” পালিত হয়।

এদিন টালিগঞ্জ বিধানসভার বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে ১১৪ নং ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর বিশ্বজিৎ মন্ডলের উদ্যোগে স্থানীয় ক্লাবগুলিকে নিয়ে তিনদিন ব্যাপী এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৪২টি দল। ফাইনালে পঞ্চাননতলা মিলন সংঘ ও সাহাপাড়া প্রগতি সংঘের মধ্যে হয় এবং এই ম্যাচে সাহাপাড়া প্রগতি সংঘ জয়ী হয়। এদিন বিশেষ অনিথি হিসাবে কলকাতা ময়দানের জনপ্রিয় ফুটবলার ও ভারতীয় ফুটবল দলের অন্যতম গোলকিপার শিলটন পাল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *