খেলা

বীর সুভাষের জন্মদিনে সোনারপুর তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে মিনি ম্যারাথনের সূচনা করলেন নজরুল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে জানুয়ারি ২০২১ : আজ সকাল ৭.৩০টায় সোনারপুর উত্তর তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোনারপুর উত্তর বিধানসভার গঙ্গাজোয়ারা ব্রীজ থেকে হরিমতি স্কুল পর্যন্ত ৬ কিমি মিনি ম্যারাথন “পথের জন্য দৌড়”-এর সূচনা গঙ্গাজোয়ারা মোড়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তলন করেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, পাপাই দত্ত, অরিন্দম দত্ত ও পিন্টু দেবনাথ।পরবর্তীতে গড়িয়া স্টেশন থেকে মহিলাদের দৌড়ের সূচনা করেন নজরুল আলি মন্ডল, পাপাই দত্ত, পাপিয়া হালদার, পিন্টু দেবনাথ, অরিন্দম দত্ত সহ অনেকে।এই মিনি ম্যারাথনের ৬ কিমি রাস্তা দুভাগে ছিল বিভক্ত।মহিলারা গড়িয়া স্টেশন থেকে হরিমতি স্কুল দেড় কিমি ও পুরুষরা গঙ্গাজোয়ারা ব্রীজ থেকে হরিমতি স্কুল পর্যন্ত ছয় কিমি নির্ধারিত ছিল।এই দৌড়ের মূল উদ্দেশ্য হল গড়িয়া গঙ্গাজোয়ারা রাস্তা সংস্কার ও নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন। মূলত এই দৌড়ের মাধ্যমে সোনারপুর উত্তর ছাত্র পরিষদ সভাপতি সমরজিত ব্যানার্জি বলেন, দীর্ঘদিন বেহাল গড়িয়া-গঙ্গাজোয়ারা রাস্তা সংস্কারের জন্য আমরা স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাঁর সহযোগিতার উন্নয়নের জন্য কুর্নিশ জানাতে চেয়েছি।দৌড় সমাপ্তকারী সকল বিজয়ীদের হাতে ১৫০১ টাকা, ১০০১টাকা ও ৭০১টাকার সাথে মনিষীদের প্রতিকৃতি তুলে দেওয়া হয়।

আজ দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নজরুল আলি মন্ডল, রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর পাপিয়া হালদার, সোনারপুর উত্তর তৃনমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, সোনারপুর উত্তর তৃনমূল ছাত্র পরিষদ সভাপতি সমরজিত ব্যানার্জি, গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনী সভাপতি অরিন্দম দত্ত, গড়িয়া টাউন আই এন টি টি ইউ সি আহ্বায়ক পিন্টু দেবনাথ, গড়িয়া টাউন তৃনমূল ছাত্র পরিষদ সভাপতি বিশ্বজিত সাউ সহ অনেকে। পুরুষদের বিজয়ীদের মধ্যে প্রথম দিলীপ নস্কর, দ্বিতীয় রঞ্জিত কুমার সাহু, তৃতীয় সুধাংশু শেখর হালদার। মহিলাদের বিজয়িনীরা হল প্রথম বাসন্তী ঘোষ, আশ্রিতা মন্ডল ও তৃতীয় সুদেষ্ণা সরকার।আবার আগামী ২৬শে জানুয়ারি শিমুলতলা অগ্রগামী মাঠ থেকে কামালগাজী স্পোর্টস কমপ্লেক্স পর্যন্ত ১০ কিমি ম্যারাথন দৌড়ের সূচনা করবেন বিধায়ক ফিরদৌসী বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *