খেলা

রিয়েল কাশ্মীর ভাল খেললেও উন্নত মানের ফুটবল উপহার দিয়ে ৩-১ গোলে মোহনবাগান ডুরান্ড ফাইনালে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২১শে আগস্ট ২০১৯ : ডুরান্ড কাপের আজ সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি হয় রিয়েল কাশ্মীরের সাথে। প্রথমার্ধে মোহনবাগান প্রায় অনেক সুযোগ অপচয় করলেও প্রথমার্ধের প্রায় শেষ প্রহরে ৪২ মিনিটে প্রথম গোল দেয় সালভাদর। কিন্তু রিয়েল কাশ্মীর যে খারাপ খেলেছে তা কিন্তু নয়। কিন্তু মোহনবাগান ম্যাচ নিজেদের নাগালেই রেখেছিল। তবে রিয়েল কাশ্মীর পাল্লা দিয়ে মোহনবাগানের সাথে লড়াই করেছে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান শুরু থেকেই

রিয়েল কাশ্মীরের অর্ধেই বল নিয়ে নিজেদের প্রাধান্য রেখেছিল। কিন্তু তার মধ্যেও রিয়েল কাশ্মীর খেলা শেষের ইঞ্জিউরি টাইমের ৪ মিনিটের মধ্যে ৯৩ মিনিটে ক্রিজো মোহনবাগানের জালে বল ঠেলে দিয়ে সমতা ফেরায়।একইভাবে প্রথম সেমিফাইনালের ছায়া নেমে আসে সমর্থকদের মধ্যে। তারা শুধুমাত্র রেফারির শেষ বাঁশির অপেক্ষায় ছিল কিন্তু শেষ মুহুর্তে যে রিয়ে কাশ্মীর গোল দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে তা কে বিঝেছিল।এতেই অতিরিক্ত সময়ে মোহনবাগান জ্বলে ওঠে।প্রথম থেকেই মোহনবাগান

আক্রমণ মনোভাব নিয়েই মাঠে নেমেছিল আর তাই মোহনবাগানের হয়ে সুহের পরপর দুটো গোল (৯৩ মিনিট, ১১২ মিনিট) দিয়ে নিজেদের ফাইনালে যাওয়ার রাস্তা নিশ্চিত করে নিয়েছিল। তবে রিয়েল কাশ্মীরের গোলকিপার ফুরবা টেম্পা লসচেনপা-র তৎপরতায় মোহনবাগানের নিশ্চিত আক্রমণকে দমিয়ে দেয়।রিয়েল কাশ্মীরকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান ফাইনালে গোকুলাম কেরল-এর মুখোমুখি হবে ২৪শে আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে।ছবি : বিশ্বজিত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *