খেলা

কলকাতা ফুটবল লীগে সাদার্ণ সমিতির কাছে থমকে গেল মোহন বাগান জায়েন্ট ব্রিগেড

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২০শে আগস্ট ২০২৩ : কলকাতা লিগে বড় অঘটন ঘটে গেল রবিবার ছুটির দিন। মোহনবাগান (Mohun Bagan) হার মানল সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে। বিজয়ী দলের পক্ষে সৌগত হাঁসদা দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে গেলেন।

খেলার বিরতির আগেই বাগান দুটি গোল হজম করেছে হতশ্রী ডিফেন্সের জন্য। ১৯ মিনিটে প্রথম গোল একার প্রচেষ্টায় দেন সৌরভ। দ্বিতীয় গোল সৌরভেরই ২৪ মিনিটের মাথায়। বাগান গোলকিপার এগিয়ে আসতেই বুদ্ধি করে বল জালে রাখেন অনামী তারকা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাগানের ফুটবলাররা খেলায় ফেরার চেষ্টা করেছেন। কিন্তু সুহেল ভাট ও কিয়ান নাসিরীরা একের পর এক সুযোগ নষ্ট করেছেন। রেফারি নয় মিনিট অতিরিক্ত সময় দেন। তাতেও সুবিধে করতে পারেনি সবুজ মেরুন দল।

আজ সাদার্ন সমিতি যেভাবে জায়ান্ট কিলার হিসাবে আবারও নিজেদের প্রমাণ করল, কলকাতা লিগে সেটা একটা বড় ঘটনা। খেলার শুরু থেকেই বাগান দল পিছিয়ে ছিল। তাদের ডিফেন্স ভাল নয়। ডার্বি ম্যাচে দলের সিনিয়র তারকারা যেভাবে ব্যর্থ হন, ঠিক সেই ভাবেই এদিন জুনিয়র দল মুখ থুবড়ে পড়েছে।

রবিবার হারের পরে সবুজ মেরুন সমর্থকরা মাঠে ঝামেলায় জড়িয়ে গিয়েছেন। তাঁরা কর্তাদের বিরুদ্ধে বিষোদগার করেছেন। মাঠে বোতল ছুড়ে মারেন কিছু দর্শক। মোহনবাগানের এই জুনিয়র দলের কোচ বাস্তব রায়। তাঁকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেছেন কেন এই হার? তিনি আসল কারণ ঠিক মতো বলতে পারেননি। বাস্তবকে নিয়েও সদস্য সমর্থকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। বাস্তব রায়ের মতো লো প্রোফাইল কোচ একটা হেভিওয়েট দলে থাকবে কিনা এই নিয়েও আলোচনা চলছে। মোহনবাগান বড় ব্যবধানে জিতে সুপার সিক্সে জায়গা করার স্বপ্নকে জল ঢেলে দিল সাদার্ন সমিতি (Southern Samiti)। ম্যাচে বারবার আক্রমণ শানিয়েছে, গোলের সুযোগ তৈরি করেছ মোহনবাগান। কিন্তু শেষ পর্যন্ত আর গোল আসেনি। প্রসঙ্গত, চলতি মরশুমের কলকাতা লিগে মোহনবাগান ছিল অপরাজেয়। সাদার্ন সমিতির কাছেই প্রথমবার টুর্নামেন্টে হারের স্বাদ পেলেন কোচ বাস্তব রায় ও তাঁর জুনিয়র ব্রিগেড।

১৬৫৭ দিন পরে ডার্বি হারের পর থেকেই যেন ছন্দহীন হয়ে পড়েছে মোহনবাগান। এএফসি কাপে প্রতিপক্ষকে হারালেও কলকাতা লিগে পরপর ম্যাচে ধাক্কা খেয়েছে তারা। ডুরান্ড কাপের নকআউট পর্যায়ে উঠলেও কলকাতা লিগের সুপার সিক্স বেশ কঠিন হয়ে পড়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে। পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে বেশ চাপে তারা। তবে প্রতিপক্ষদের তুলনায় কম ম্যাচ খেলেছে মোহনবাগান। এদিন ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের ৩য় স্থানেই রইল কিয়ান নাসিরিরা আর সাদার্ন সমিতি ৭ম স্থানে। তবে সাদার্ন সমিতির ফুটবল সচিব বিশ্বজিৎ দাস (নন্দ) আমাদের জানান, আমরা এবারের লীগে একটা ভাল জাটগা করতে পারবো বলে মনে করছি। এই জয় দলকে অনেক বেশি মনোবল এনে দিল, আগামীদিনে কোন বড় দলকে নিয়ে তেমন টেনশন থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *