নেতাজির প্রাক স্বাধীন ভারত সরকারের জাতীয় সঙ্গীত ছিল ” শুভ সুখ চেন কি বারখা বরসে”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই আগস্ট ২০১৯ : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “ভারত ভাগ্য বিধাতা” কবিতার অবলম্বনে পরাধীন ভারতের সিঙ্গাপুরে নেতাজি গঠীত স্বাধীন সরকার আজাদ হিন্দ ফৌজের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কর্ণেল আবিদ হাসান সাফরানি “শুভ সুখ চেন কি বারখা বারসে”। এই সঙ্গীতের সুরকার ছিলেন ক্যাপ্টেন রাম সিং ঠাকুরি। সিঙ্গাপুরের ক্যাথে বিল্ডিং-এর আই এন এ রেডিও স্টেশন থেকে সেই সময় এই জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হয় ২রা নভেম্বর ১৯৪১। এরপর ১৯৪৩ সালের অক্টোবর মাসে প্রভিনশিয়াল গভরমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত হয়ে ওঠে “শুভ সুখ চেন কি বারখা বারসে”।আজাদ হিন্দ ফৌজের শেষদিন এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তাহলে গানটিতে কি ছিল একবার দেখে নেওয়া যাক।
শুভ সুখ চেন কি বারসা বারসে ভারতে ভাগ্য হ্যায় জাগা
পাঞ্জাব, সিন্দ, গুজরাট, মারাঠা দ্রাবিদ, উৎকল, বঙ্গ
চঞ্চল সাগর, বিন্দ, হিমালয়, নীলা জমুনা গঙ্গা তেরে নিত গুণ গায়ে
তুঝ সে জীবন পায়ে হর তান পায়ে আশা
নীচে লিঙ্কে ক্লিক করে বাকি গানটা শুনুন।