Warning: mysqli_real_connect(): Headers and client library minor version mismatch. Headers:101106 Library:100236 in /home/u190665168/domains/takmaaa.com/public_html/wp-includes/wp-db.php on line 1653
কবিগুরুর ১৫৯তম জন্মদিনে এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি – takmaaa.com
You cannot copy content of this page. This is the right with takmaa only

কবিগুরুর ১৫৯তম জন্মদিনে এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই মে ২০২০ : বৈশাখ ও কবিপক্ষ। কিন্তু, এই বছর টা আর পাঁচটা বছরের মতো নয়। লকডাউনে ঘরবন্দী সবাই। এই অবস্থায়, কবিগুরুর জন্মদিনে এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি।  ভারত  সহ আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া  সহ বিভিন্ন দেশের এস পি সি ক্রাফটের৩৩ জন ছেলেমেয়ের কণ্ঠে উচ্চারিত হচ্ছে রবীন্দ্রনাথের লেখা ‘ভারততীর্থ’। ভিনদেশীর কণ্ঠে কবির কথা ফুটে উঠেছে ভিডিও তে। এসপিসিক্রাফটের  হয়ে ভিডিও টি করেছেন অর্ক গোস্বামী। “ভবিষ্যৎ অনিশ্চিত। এই অন্ধকার সময় দূর হোক। কবিতা হয়ে উঠুক প্রার্থনা। তাই এই বিশেষ উদ্যোগআজ ২৫শে বৈশাখ,প্রকাশিত হয়েছে  এস পিসি ক্রাফট অনলাইন য়ের এই ভিডিও। যারা আবৃত্তি করেছে, তারা অন্তর দিয়ে পড়েছে। ব‍্যাকরণের বিশল‍্যকরণী তারা জানেনা। দরকার ও নেই। ভাইজ‍্যাগে যা ঘটেছে তা আমাদের ব‍্যথিত করেছে। জানিনা, ভারত সব কলুষতা মুক্ত হয়ে আবার কবে মৃত্যুপুরীর দুয়ার থেকে ফিরবে। এই ৩৩জন বিশ্বের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে প্রার্থনা জানিয়েছে এই তীর্থভূমির জন্য। আমার এই ডিজিটাল দলের কবি প্রণাম আপনাদের সকলের মনে স্থান পাবে এই আশা রাখি। ধন্যবাদ জানাই অর্ক গোস্বামী  কে, যে সত্যিই রাত জেগে এই উপস্থাপনা তৈরী করেছে। আদর জানাই বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তকে  যে সুদূর সিঙ্গাপুর থেকে বসে এই ভিডিওর মুখবন্ধ টি করেছে। ধন্যবাদ সুদীপ যাদব  আমাদের ডিজিটাল মিডিয়ার সেতুমন্ত্রী হবার জন্য। অকুণ্ঠ ধন্যবাদ গণমাধ্যমের বন্ধুদের জন্য, যারা আমার সময়রেখাটি ভরিয়ে রেখেছে তাদের সাধুবাদে। অশেষ ধন্যবাদ সমস্ত সদস্যদের যারা এই প্রণতি নিবেদন করেছেন নিরাপদ দূরত্বে। সবাই কে ভালোবাসা জানাই আর এই বছরটাকে বলি, “তোমার দেনাপাওনা এবার শেষ কর। এই তীর্থস্থানকে শ্মশান করে তুলোনা”।।” জানিয়েছেন এস পিসি ক্রাফটের অধিনায়ক সুজয় প্রসাদ চ্যাটার্জি।  এস পি সি ক্রাফটের  এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও।
২৫ শে বৈশাখ, কবি পক্ষে অর্থাৎ ৮মে শুক্রবার, মুক্তি পেলো  ভিডিও টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *