You cannot copy content of this page. This is the right with takmaa only

গড়িয়া শিবতলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭২ বছরের বৃদ্ধ, এলাকায় পুলিশের কড়া নজরদারী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১২ই মে ২০২০ : বেশ কয়েকদিন আগেই রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়ার ৩ নং ওয়ার্ডের শান্তিনগরের শিবতলা এলাকায় সুদেব কর নামে এক ৭২ বছরের বৃদ্ধকে এম আর ভাঙড় হাসপাতালে ভর্তি হলে, তিনি করোনা পজেটিভ বলে ঘোষণা করা হয়। প্রথম কিছুদিন ভাল থাকলেও আজ সকালে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পেশা বলতে এলাকায় তিনি এক চায়ের দোকান চালাতেন।

আজ বৃদ্ধের মৃত্যুতে এলাকায় সেভাবে কোন প্রভাব দেখা যায় নি। যদিও ওয়ার্ডের পৌরমাতা অশোকা মির্ধা করোনা আক্রান্তের কথা জানার সাথে সাথে এলাকা জীবানুমুক্তি করেন। এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয় যাতে এই আক্রান্ত এলাকার বাসিন্দারা বাইরে না আসে এবং যাতে বাইরের কেউ শান্তিনগর এলাকায় না প্রবেশ করতে পারে। এরসাথে অশোকা মির্ধা নিজে উদ্যোগ নিয়ে এই এলাকার আঁটকে থাকা প্রতিটা বাড়ির বাসিন্দাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।বাড়িওয়ালা হোক আর ভাড়াটে হোক সকলকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন পৌরমাতা অশোকা মির্ধা। এমনকি এলাকায় দুটো পানীয় জলের ট্যাঙ্কেরও ব্যবস্থা করেন পৌরমাতা।এতকিছু করার পরেও মানুষ সতর্কতা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলাফেরা করছেন। এতে আশা করা যাচ্ছে সংক্রমণ আরও বাড়তে পারে। ইতিমধ্যে আরও একজনকে করেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। ৭২ ঘন্টা পর পরীক্ষার ফল আসলে জানা যাবে। তবে গড়িয়া স্টেশন যে খুব একটা স্বস্তিতে নেই তা বলা যেতে পারে। নরেন্দ্রপুর পুলিশ শান্তিনগরের শিবতলার মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে এলাকায় টহল দিচ্ছে। কিন্তু পুলিশের সাথে এলাকার মানুষ চর-পুলিশ খেলছে। পুলিশ এলাকায় থাকলে বাড়িতে থাকছে আর যেই পুলিশ চলে যাচ্ছে ফের অবাধ চলাফেরা, আড্ডা আর মোড়ে মোড়ে জমায়েত চলছে।নজর রাখা হচ্ছে এই বৃদ্ধের চায়ের দোকানে কারা কারা আসতেন চা পান করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *