You cannot copy content of this page. This is the right with takmaa only

২০শে মে দঃ ২৪ পরগণার ৪৪ জন ব্লক ও টাউন সভাপতির সাথে ভিডিও কনফারেন্স বৈঠকে বসবেন সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ১৭ই মে ২০২০ : করোনা নিয়ে যখন গোটা রাজ্যে আতঙ্ক চলছে, সাথে চলছে লকডাউন। গোটা রাজ্যের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষের হাতে নেই টাকা। সরকার জেরবার হয়ে পড়েছে এই করোনা মোকাবিলা করতে।অন্যদিকে কেন্দ্র সরকার শুধু আর্থিক প্যাকেজ ঘোষণা করেই খালাস। মানুষের রোজগার কোথা থেকে আসবে সেদিকে কোন চিন্তা নেই, নেই কর্ম সংস্থানের কোন ঘোষণা, নেই গোটা দেশের আর্থিক মন্দা কাটানোর পরিকল্পনা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েছেন কয়লা খনি বিলগ্নীকরণ করতে, দেশের বিমানবন্দরগুলোকে বেসরকারিকরণ করতে। এক কথায় গোটা দেশকে বেঁচে দিতে উদ্যোগী হয়েছেন।

এই অবস্থায় যখন কোন জমায়েত করে দলীয় বৈঠক করা যাচ্ছে না তখন আগামী ২০শে মে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি দক্ষিণ ২৪ পরগণা জেলার ৪৪টা ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের সাথে থাকবেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সওকাত মোল্লা ও জেলা তৃণমূল যুব কংগ্রেস কার্জকরি সভাপতি অনিরুদ্ধ হালদারের সাথে দলীয় বৈঠক করবেন। এই বৈঠকের মূল গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল করোনা পরিস্থিতির বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, সামনে পৌরসভা নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ, এই লকডাউন পরিস্থিতিতে জেলার অসহায় মানুষের পাশে থাকা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচারের উচিত জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা, গোটা রাজ্যে রেশনিং ব্যবস্থা নিয়ে বিরোধীরা যেভাবে জলঘোলা করছে তা মোকাবিলার রণকৌশল নির্ধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *