You cannot copy content of this page. This is the right with takmaa only

এবার করোনার সাথে সুনামি আতঙ্ক, রিখটার স্কেলে ৭.৮ -র মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল, জারি হল সুনামির সতর্কবার্তা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৫শে মার্চ ২০২০ : একে সারা বিশ্ব লড়াই করছে করোনার বিরুদ্ধে। মৃতের সংখ্যা বাড়ছে প্রতিমুহুর্তে। তার মাঝে এবার এলো আরেক বিপদ। করোনার সাথে এই দুর্জোগ এলে সারা বিশ্বে মহামারী আসতে বাধ্য। এখন করোনার আতঙ্কের সাথে এবার আরেক বিপদের মুখে গোটা বিশ্ব। মার্কিন আধিকারিকরা বুধবারই জারি করলেন সুনামির সতর্কতা ৷ রিখাটার স্কেলে ৭.৮ মাত্রার মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশির কুরিল দ্বীপ ৷ তবে এখনও জাপানের আবহাওয়া দফতরের থেকে কোনও সতর্কবার্তা জারি হয়নি ৷ তবে তারা জানিয়েছেন সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন হবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে সুনামি সতর্কতা জারি করেছে হাওয়াইয়ের জন্যে ৷ এছাড়াও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে যে তীব্রতার ভূমিকম্প হয়েছে তার ফলে মারাত্মক বিধ্বংসী সুনামি হতে পারে ৷

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, কম্পন অনুভূত হলেই বাজবে অ্যালার্ম উত্তরবঙ্গ ভূমিকম্পে সতর্কতা, কম্পন অনুভূত হলেই বাজবে অ্যালার্ম নির্দিষ্ট ঢেউয়ের মাপের চেয়ে ০.৩ মিটার বেশি সমুদ্রের ঢেউ ওঠার সতর্কতা জারি করেছে – সেন্টারের পক্ষ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে হাওয়াই, জাপান, রাশিয়া ও প্রশান্ত মহাসাগরের উপকূলের দ্বীপপুঞ্জগুলিতে জারি হয়েছে সতর্কতা ৷ ঢেউগুলির ওপরে যতটা থাকবে নিচেও ততটাই থাকতে পারে৷ জাপান মেটিওরলজিক্যাল অ্যাসোসিয়েশন হালকা ঢেউয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ৷ এছাড়া অবশ্য তারা বাড়তি কোনও সতর্কবার্তা জারি এখনও করেনি ৷ ভূমিকম্পটি হয়েছে সেভেরো -র ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ৷ ৫৬.৭ কিলোমিটার গভীরে এপিসেন্টারটি জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ৷ তবে এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *