You cannot copy content of this page. This is the right with takmaa only

অ্যাপোলোতে চালু হল পূর্ব ভারতের প্রথম সর্বাঙ্গীন ফুট অ্যান্ড অ্যাঙ্কেল ক্লিনিক

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩০শে নভেম্বর ২০১৯ : কলকাতার অ্যাপোলো হাসপাতালে চালু হল পূর্ব ভারতের প্রথম, সবচেয়ে আধুনিক ও সর্বাঙ্গীন ফুট অ্যান্ড অ্যাঙ্কেল ক্লিনিক। এটা চালু হল হাসপাতালের পরিকাঠামোর সাথেই। ফুট অ্যান্ড অ্যাঙ্কেল ক্লিনিক উদ্বোধনে উপস্থিত ছিলেন “এ টি কে” দলের খেলোয়াড় এডু গার্সিয়া, রয় কৃষ্ণা ও প্রীতম কোটাল। অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন ডাঃ কুশল নাগ এই চিকিৎসা ক্লিনিকের প্রধান। পায়ের পাতা ও শরীরের নীচের দিককার অঙ্গের সব ধরনের অস্বাভাবিক অবস্থা, যেমন ডায়াবেটিক পায়ের পাতা, প্ল্যানটার ফ্যাসসিটিস, চ্যাপ্টা পা, আর্থারাইটিস, এবং প্রতিদিনকার সমস্যা যেমন পায়ের আঙুলের নখ মোটা হয়ে যাওযা, নখে ফাঙ্গাস সংক্রমণ বা ভেতরে ঢুকে যাওয়া পায়ের নখ— সবকিছুরই চিকিৎসা হবে এই ক্লিনিকে।

গোড়ালির সমস্যা, খুব উঁচু হয়ে থাকা পায়ের পাতা, চ্যাপ্টা পায়ের পাতার মতো সাধারণ অঙ্গবিকৃতিকে প্রায়ই অগ্রাহ্য করা হয়। এতে সমস্যা আরও বাড়ে। ফলে বাড়ে পিঠের ব্যথা, পেশির ব্যথা, গোড়ালির যন্ত্রণা, পায়ের ব্যথা । হাঁটার ক্ষমতা কমে। বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতাও কমে। অ্যাপোলোর ফুট অ্যান্ড অ্যাঙ্কল ক্লিনিকে থাকবে থ্রিডি ফুট স্ক্যানের যন্ত্র। এতে একটা সূচক রয়েছে যাকে চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এই মেশিনের কৃত্রিম বুদ্ধিমত্তা চিহ্নিত করে সমস্যার মাত্রা কতটা এবং জানিয়ে দেয় সমস্যার নিরসনে কী করতে হবে। অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালের কনসালটান্ট অর্থোপেডিক সার্জন (ফুট ও অ্যাঙ্কলে বিশেষজ্ঞ) ডাক্তার কুশল নাগ এই ক্লিনিকের উদ্বোধনের সময় হাজির ছিলেন। তিনি বলেন, ‘চ্যাপ্টা পায়ের পাতা, অত্যন্ত বেশি উঁচু তোরণের মতো পা ছাড়াও, আমরা আর একটা যে জটিল সমস্যা দেখতে পাচ্ছি তা হল ডায়াবেটিক পায়ের পাতা, যা থেকে পায়ের পাতায় ঘা হয়ে যায়। এসব রোগীর অপারেশন করতে হলে, যেসব হাসপাতালে টার্শিয়ারি কেয়ারের ব্যবস্থা রয়েছে, সেই ধরনের হাসাপাতালে অপারেশন করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসব ক্ষেত্রে যদি জটিলতা বাড়ে ও পায়ের পাতা বাদ দেওয়ার মতো অবস্থা হয়, তাহলে সেই হাসাপাতালের অন্যান্য বিভাগ তাতে নজর দিতে পারে।

পায়ের পাতার সমস্যা রয়েছে এমন ১০% মানুষের অপারেশন করা দরকার হয়। বাকি ৯০%য়ের রোগ যদি ঠিক সময়ে ধরা পড়ে, তাহলে তাদের সাধারণ অর্থোপেডিক চিকিৎসা করা হয় (থ্রিডি মেশিন ঠিক এই জন্যই তৈরি করা হয়েছে যে, তাতে প্রত্যেকের সমস্যার আলাদা করে চিকিৎসা করা যায়)।

এটা দেখা গেছে যে, একটু হাঁটলেই অনেকের পায়ের পাতায় যন্ত্রনা হয়। তাঁরা একটু আরাম পেতে দামি জুতো পরেন। তবে লোকেরা এটা বোঝেন না যে, তাঁরা যন্ত্রনার কারণটার মোকাবিলা করছেন না। সেই কারণটা ঠিকমতো চিহ্নিত করা যেতে পারে একমাত্র থ্রিডি ফুট স্ক্যানের সাহায্যে। সমস্যাটার মোকাবিলা করা হলে অবস্থা আরও খারাপের দিকে যাবে না, এবং পরে আর অপারেশনের দরকার হবে না।

যেসব চিকিৎসায় ফুট অ্যান্ড অ্যাঙ্কেল ক্লিনিক সাহায্য করে ঝঁকি রয়েছে এমন রোগীর পরীক্ষা ও চিকিৎসা
ক্রনিক ও খারাপ অবস্থায় থাকা ঘায়ের চিকিৎসা
চাপ কমাতে ও আরাম দিতে অর্থটিক জুতোর প্রেসক্রিপশন
শিক্ষা ও পরামর্শের মাধ্যমে ভবিষ্যতে পায়ের সমস্যা ঠেকানো
যন্ত্রণা কমানো
কাজকর্ম করা ও গতিশীল থাকতে সাহায্য করা
বিকৃতি কমানো বা আটকানো
ঘা হওয়া বা পায়ের পাতা বা গোড়ালি বাদ দেওয়ার ঝুঁকি ঠেকানো

ফু্ট অ্যান্ড অ্যাঙ্কল ক্লিনিকে যে সব পরিষেবা পাওয়া যাবে

১। পায়ের এই সব সমস্যার সঙ্গে সম্পর্কিত বিষয়ের পরীক্ষা ও চিকিৎসা। তবে চিকিৎসা শুধুমাত্র এই সব বিষয়েই সীমাবদ্ধ থাকবে এমন নয়:

ক) ডায়াবেটিস ও ভাস্কুলার ডিজিজ

খ) সিস্টেমেটিক অ্যার্থোপ্যাথিস এবং অন্যান্য ধরনের বাত এবং সংশ্লিষ্ট অবস্থা

গ) বায়োমেকানিক্যাল ও মাসকিউলোস্কেলিটাল পরীক্ষা

ঘ) নরম টিস্যুর সমস্যা যার মধ্যে পড়ে কড়া ও ছাল পড়া

২। আধুনিকতম দক্ষতা

ক) আধুনিক থ্রি ডি স্ক্যানিং, প্রেসার ম্যাপিং, এবং রোগ নির্ণয়ের অন্যান্য যন্ত্রপাতি

খ) প্রশিক্ষিত পোডিয়াট্রিক বিশেষজ্ঞ

গ) পায়ের পাতার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ, যেমন ক্লিনিক্যাল পেডিকিওর, কড়া কাটা ইত্যাদি

৩। নানা ধরনের অর্থোটিক সাপোর্ট এবং জুতো

ক) ফরমায়েসি ও থেরাপ্টিক জুতো পরা নিয়ে পরামর্শ

খ) চালু অর্থোটিক জিনিসগুলি যাতে শরীরের বিভিন্ন অঙ্গে ফিট করে তার ব্যবস্থা করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *