স্বাস্থ্য

বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে করোনা মোকাবিলায় রাজপুর সোনারপুর ২৮ নং ওয়ার্ডে র‍্যাপিড টেস্ট

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে আগস্ট ২০২০ : প্রতিদিন যেভাবে করোনা থাবা বসাচ্ছে গোটা রাজ্যে তা বেশ আতঙ্কের। গতকাল রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৩২ জন কিন্তু তার পাশাপাশি সুস্থ হয়েছেন ৩০৮৮জন। গতকাল মৃত্যু হয়েছে ৪৮ জনের মোট মৃত্যু ২৭৩৭। সুস্থতার হার ৭৭.৪১%। রাজ্যে আক্রান্তের তালিকায় কলকাতা সবার উপরে, গতকাল পর্যন্ত কলকাতা ৩৫৬৯৪, উঃ ২৪ পরগণা ২৮৬১৯, হাওড়া ১২১৯৩ ও দঃ ২৪ পরগণা ৯৭৬৪ আক্রান্ত হয়েছেন। দঃ ২৪ পরগণায় নরেন্দ্রপুর থানা এলাকায় আক্রান্তের সংখ্যাটা খুব একটা কম নয়।

সাম্প্রতিক সোনারপুর উত্তর বিধানসভায় রাজপুর সোনারপুর পৌরসভার ২৮ নং ওয়ার্ডে বিধায়ক ফিরদৌসী বেগমের বিশেষ উদ্যোগে করোনা মোকাবিলা করার জন্য র‍্যাপিড টেস্ট করানো হয়।এই র‍্যাপিড টেস্টের সময় ওয়ার্ডবাসীদের মনোবল বাড়ানোর জন্য উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা তথা বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটর নমিতা দাস। তিনি জানান, এই পরীক্ষার মাধ্যমে মানুষ অনেকটা আতঙ্কমুক্ত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে করোনা মোকাবিলা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন পাশাপাশি সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগমও প্রতিনিয়ত এই করোনা মোকাবিলার জন্য প্রথমদিন থেকে মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *