সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে ও বিদায়ী পৌরমাতা নমিতার তৎপরতায় করোনা প্রতিহত করতে র্যাপিড পরীক্ষা হল ২৮ নং ওয়ার্ডে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৮শে আগস্ট ২০২০ : করোনার আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে গোটা রাজ্যে। প্রতিদিন প্রায় ৩০০০ মানুষ এই মহামারি ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে আর পাশাপাশি ৫০ জনের উপর মানুষের মৃত্যু হচ্ছে। এই অবস্থায় মানুষের আতঙ্ক থেকে মুক্তি দিতে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম উদ্যোগ নেন রাজপুর সোনারপুর পৌরসভার ২৮ নং ওয়ার্ডে বিনা পয়সায় করোনা র্যাপিড টেস্ট করানোর জন্য। মানুষকে নিজের সুরক্ষার নিরাপত্তা দিতে এই ওয়ার্ডে র্যাপিড টেস্ট করানোর জন্য বেশ তৎপর ছিলেন বিদায়ী পৌরমাতা নমিতা দাস।
এদিন প্রায় ১৭৫ জনের করোনা টেস্ট করানো হয়। মানুষ খুশি যে কোথাও গিয়ে এই পরীক্ষা করতে হল না সাথে কোন খরচও লাগলো না। যদিও সরকারি হাসপাতালে বিনা পয়সায় পরীক্ষা হচ্ছে কিন্তু তা সময় সাপেক্ষ।পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন নমিতা দাস, নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাস সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্বরা।