করোনা আবহে দুঃস্থ শিল্পীদের পাশে পৌরমাতা শিল্পী সুস্মিতা দাম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১২ই অক্টোবর ২০২০ : কলকাতা কর্পোরেশনের ১০০ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা সুস্মিতা দাম নিজেও একজন সঙ্গীতশিল্পী। করোনা পরিস্থিতির কারণে বহু শিল্পীর রোজগার হারিয়েছেন। এর উপর শারদীয়া উৎসবে প্রশাসনিক স্তরে কোন মঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না। এরফলে শিল্পীরা আরও দিশাহারা হয়ে পড়ছেন। শুধুমাত্র করোনা মোকাবিলার জন্যই এই অনুমতি দিতে পারছে না প্রশাসনিক মহল।
সাম্প্রতিক নাকতলা অঞ্চলে সমাজসেবী পরিমল দে-র উদ্যোগে এই দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে সামান্য স্ট্রীট কর্নার করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্যানিটাইজার, কেক ও ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় এলাকাবাসীদের হাতে। উপস্থিত ছিলেন এলাকার পৌরমাতা সুস্মিতা দাম নিজে। তিনি বলেন, করোনার কারণে শিল্পীরা কোন অনুষ্ঠান করতে পারছে না। অনুষ্ঠান না থাকার ফলে শিল্পীরা নিজেদের সত্ত্বা হারিয়ে ফেলছে। তাই সঙ্গীতশিল্পী, বাদ্যযন্ত্র শিল্পীদের সাহায্যের জন্য পরিমল দার সাথে আমিও একজন শিল্পী হিসাবে সাহায্যের হাত বাড়িয়েছি।