আগামীকাল মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনের তালিকায় সোনারপুরের গ্রীন পার্ক ও নবদূর্গা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৪ই অক্টোবর ২০২০ : করোনার কারণে এবছর মুখ্যমন্ত্রীর সাধের কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে না।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার দূর্গা পুজোকে আন্তর্জাতিক মান দিয়েছেন এই কার্নিভালের মাধ্যমে। এবছর মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করবেন গতবারের থেকে অনেক কম পুজো বলে জানা যায়।
আগামীকাল মুখ্যমন্ত্রী বেশ কিছু পুজোকে উৎসাহ দিতে ভার্চুয়াল উদ্বোধন করবেন। এছাড়া তিনি প্রতিটা পুজোকে ৫০ হাজার টাকা ছাড়াও বেশ কিছু ছাড় দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনের মধ্যে সোনারপুরের দুটো পুজো স্থান পেয়েছে যারা গত বছরের কার্নিভালেও জায়গা করেছিল। নবদূর্গা ও গ্রীনপার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো আগামীকাল বেলা ৩টের সময় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। এব্যাপারে পুজোর পৃষ্ঠপোষক নজরুল আলি মন্ডল ও সম্পাদক বিশ্বজিৎ দাস (নন্দ) জানান, মুখ্যমন্ত্রীর হাতে আমাদের বিধানসভায় দুটো পুজো উদ্বোধন হচ্ছে এটা সৌভাগ্যের। নবদূর্গা যদিও বহু বছরের অতি জনপ্রিয় পুজো। দক্ষিণ কলকাতার শেষ পুজো বলতে নবদূর্গা আর দক্ষিণ ২৪ পরগণার শেষ পুজো নবদূর্গা। গত দু বছর ধরে এই পুজো কার্নিভালে জায়গা করে নিয়েছে। আমাদের গ্রীন পার্ক গত বছর কার্নিভালে জায়গা পেয়েছে। আর এবছর মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করবেন এটাতেই আমাদের সব সদস্যরা প্রচন্ড উৎসাহিত। আমরা আগামীকাল জায়েন্ট স্ক্রিন দিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন সকলের সামনে তুলে ধরবো।