পথম পদক্ষেপের নতুন ঠিকানার সূচনা অনুষ্ঠানে বিশিষ্টরা
নিজস্ব সংবাদদাতা, এবিপিতকমা, কলকাতা, ৩রা আগস্ট ২০১৯ : সাম্প্রতিক সমাজসেবী সংস্থা প্রথম পদক্ষেপের উত্তর শাখা নতুন ঠিকানার সূচনা হল লেক টাউনে । এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ প্রভীন কুমার আর স্থানীয় কাউনসিলর মানস রঞ্জন রায়। উদঘাটন করলেন ডঃ প্রভীন কুমার।প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মানস রঞ্জন রায়। অনুষ্ঠানের শুরুতে উদ্ভোদন সঙ্গীত পরিবেশন করে প্রথম পদক্ষেপের ছাত্রছাত্রীরা। তার পরেই প্রথম পদক্ষেপের সভাপতি রুমা নাগ সবার উদ্যেশ্যে তার বক্তব্য পেশ করেন। তার বক্তব্য থেকে প্রথম পদক্ষেপের ভবিষ্যতের অনেক নতুন পরিকল্পনার কথা জানা গেল।উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি দেবার্চনা ব্যানার্জি মল্লিক।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অদিতি দি ও যাদবপুর রোটারি ক্লাবের সেক্রেটারি শিখা দি, কলকাতা চার্নক সিটি রোটারি ক্লাবের সেক্রেটারি রীনা সিংহ রায় । এখানে পার্থ সরকারের কথা না বললেই নয় যিনি রোটারি ক্লাব যাদবপুরের সাথে প্রথম পদক্ষেপের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।এনারা সবাই প্রতিনিয়ত সংস্থাকে সাহায্য করেছেন যের ফলে তাদের চলার পথ অনেক সুদৃঢ় হয়েছে। তাছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দিলীপ ঝাঁঝরিয়া উপস্থিত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে লেক টাউন সমাজ বন্ধু ক্লাবের পক্ষ থেকে বিশ্ব রঞ্জন চৌধুরী, এবিপিতকমা-র পক্ষ থেকে অম্বর নাথ ভট্টাচার্য, জ্স্মিত কাউর ( মিসেস এশিয়া ইউনিভার্স ২০১৯) আর ফ্যাশন জগতের গুলজার।এদের সবাই বাচ্চাদের উদ্যেশ্যে তাদের বক্তব্য পেশ করেন।প্রথম পদক্ষেপের ছাত্রছাত্রীরা তাদের নিজের হাতে তৈরি জিনিস প্রত্যেক অতিথির হাতে তুলে দেয়। চার্চ থেকে একজন পাদরিও উপস্থিত থেকে ঈশ্বরের কাছে বাচ্চাদের জন্য পার্থনা করলেন।এরপর শুরু হয় প্রথম পদক্ষেপের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নাচ ও সঙ্গীত পরিবেশন যা সকলকে মাতিয়ে তোলে। অবিভাবকদের মধ্যে পলি, সুতপা কবিতা ও সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা শিল্পী চ্যাটার্জী। ছবি : বিশ্বজিত সাহা।