গড়িয়া স্টেশনে “দুয়ারে দুয়ারে সরকার” সর্বপ্রথম প্রচার করলেন পাপিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সনারপুর, ৪ঠা ডিসেম্বর ২০২০ : দুয়ারে সরকার মানে “যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার”। এবার সরকারি পরিষেবা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সমস্ত পৌর ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই উদ্যোগের মাধ্যমে সম্ভব হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে “দুয়ারে সরকার” মানুষকে বেশ উৎসাহী করে তুলেছে।
আজ রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান কোঅর্ডিনেটর পাপিয়া হালদার গড়িয়ে স্টেশন এলাকার ৬টা ওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম মমতা ব্যানার্জির দুয়ারে দুয়ারে সরকারের প্রচার শুরু করলেন। ওয়ার্ডের একাংশে তিনি অটো প্রচার করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে বলেন এই ১১টি প্রকল্পের উপকারিতা এবং কিভাবে এই সুবিধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে গড়াগাছা, আদিবাসী পাড়া্, পশ্চিমপাড়া, রেল ব্রিজের নীচে খাটাল এলাকা ও জলপোল এলাকার মানুষদের গিয়ে বলে আসেন আগামী ৯ই ডিসেম্বর রাজ্য সরকারের তরফে যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে নিজের প্রয়োজনীয় প্রকল্পের ফর্ম ভর্তি করে নাম নথিভুক্ত করতে।