রাজপুর সোনারপুরের ৪ নং ওয়ার্ডে দুয়ারে সরকারে উৎসাহী মানুষের উপস্থিতি বুঝিয়ে দিল ২০২১ কার
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে ডিসেম্বর ২০২০ : মমতা ব্যানার্জির দুয়ারে সরকার মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্যতা লাভ করেছে যে মানুষ এখনও উৎসাহিত স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করার জন্য। সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে দুয়ারে সরকার-এর দ্বিতীয় পর্বের ক্যাম্প অনুষ্ঠিত হল বদন চন্দ্র স্কুলে।
ক্যাম্পে সকলের সহায়তার জন্য উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা পৌরসভার প্রশাসকমন্ডলী সদস্য ও গড়িয়া টাউন সভাপতি বিভাস মুখার্জি (মনু) এবং তাঁকে সহযোগিতার জন্য ওয়ার্ডের অসংখ্য তৃনমূল যুব কর্মী ও তৃনমূল কর্মীরা উপস্থিত ছিলেন। এই দ্বিতীয় ক্যাম্পে মানুষের ঢল দেখে একটা চিত্র পরিস্কার হয়েছে মানুষ এই অতিমারির সময় মমতা ব্যানার্জির খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী থেকে যেভাবে উপকৃত হয়েছে তার সাথে স্বাস্থ্যসাথীর সুবিধা তাদের কাছে আজ বাড়তি পাওনা। মানুষ দীর্ঘক্ষন লম্বা লাইনে ধৈর্য্যের সাথে দাঁড়িয়ে নিজেদের ফর্ম জমা করা দেখে বোঝা গেছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ কাকে বেশি পছন্দ করছে।
ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মানুষের জন্য যেমন খাদ্য বিনা পয়সায় দিতে সক্ষম হয়েছেন, পাশাপাশি শিক্ষাও বিনা পয়সায় দিতে পেরেছেন আর এবার চিকিৎসাও বিনা পয়সায় করে দিলেন যা শুধু রাজ্যের বেসরকারি হাসপাতালে নয়, রাজ্যের বাইরেও বেশ কয়েকটা নামকরা হাসপাতালেও এই স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাবে মানুষ।