রাজনীতি

রাজ্যে আজ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচীতে ২ কোটি মানুষ সামিল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১০ই জানুয়ারি ২০২১ : প্রায় এক হাজার রাজ্য সরকারি আধিকারিক এবং আরও দশ হাজার সহায়কদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ বাংলার ২ কোটিরও বেশি মানুষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূচিত প্রকল্পগুলির পরিষেবা পেতে ‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে উপস্থিত হয়েছেন।

মাত্র ২৯ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ ‘দুয়ারে সরকার’ ২ কোটি মানুষের দুয়ারে পৌঁছতে সক্ষম হয়েছে। এই অভিনব উদ্যোগ সূচিত হওয়ার ২৯ দিন পর, আজ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন – ” পশ্চিমবঙ্গের প্রায় ৯০ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের পরিষেবা পেয়েছেন। এর মধ্যে ৬২ লক্ষ মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন, ৭ লক্ষ আবেদনকারী তফশিলি জাতি/তফশিলি উপজাতি/ অন্যান্য অনগ্রসর শ্রেণী- জাতিগত শংসাপত্র পেয়েছেন এবং ৪ লক্ষ আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *