১৩ই ফেব্রুয়ারি সোনারপুরে অভিষেক ব্যানার্জির র্যালি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৮শে জানুয়ারি ২০২১ : এবার বিধানসভা নির্বাচনে দঃ ২৪ পরগণার ৩১টা আসন নিজেদের দখলে রাখতে হবে। এই কারণে ইতিমধ্যে জনসভা শুরু করে দিয়েছেন সর্ব ভারতীয় তৃনমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবার ও কুলতলি দুই জায়গায় জনসভা করার পর ১৩ই ফেব্রুয়ারি অভিষেক জনসভা করবেন কুলপি ও পাথরপ্রতিমা দুটো বিধানভাকে একসাথে। এরপর তিনি সোজা আকাশপথে উড়ে আসবেন সোনারপুরে।
এদিন তিনি সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজী মোড় থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভার চাঁদমারি মাঠ পর্যন্ত পদযাত্রা করবেন অভিষেক ব্যানার্জি। এই র্যালি নিয়ে কামালগাজী স্পোর্টস কমপ্লেক্সে এক বিশেষ সভার আয়োজন করেন বিধায়ক ফিরদৌসী বেগম। সভায় উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অধ্যাপক জীবন মুখার্জি সহ সোনারপুর দক্ষিণ ও উত্তর বিধানসভার সকল যুব নেতৃত্ব, পঞ্চায়েত নেতৃত্ব ও সদস্য, পৌরসভা নেতৃত্ব ও প্রতিনিধি, ব্লক নেতৃত্ব সহ সোনারপুর উত্তর বিধানসভার প্রধান নেতৃত্ব নজরুল আলি মন্ডল ও সোনারপুর উত্তর তৃনমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত সহ অনেকে। প্রথমে যদিও অভিষেকের পদযাত্রা সোনারপুর স্টেশনে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলে শেষ পর্যন্ত জীবন মুখার্জির অনুরোধে সেই র্যালি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় চাঁদমারি মাঠে। অভিষেকের এই র্যালিতে অভিষেকের গলায় মালা ও কুচো ফুল ছোড়া নিষিদ্ধ করা হয়।
বিধানসভার আগে অভিষেকের এই র্যালিতে পূর্ণ শক্তি নিয়ে ঝাপাবে তৃনমূল দল যার মূল ভাগে থাকবে সোনারপুর উত্তর বলে ধারণা করছে অনেকে কারণ সোনারপুর দক্ষিণের সংগঠনের খুবই বেহাল অবস্থা। অনেকেই বিজেপির দিকে পা এগিয়ে রেখেছে। তাদের প্রতি অভিষেক কি বার্তা দেবে তাই এখন দেখার। এই কারণে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে হয়তো দলের পুরানো কর্মী ও নেতৃত্বকে এক করতে প্রার্থী বদল করতে পারে।তার জন্য প্রয়োজনে সোনারপুর দক্ষিণের বাইরে প্রার্থী হতে পারে এমনটাও ভাবছে অনেকে।কিন্তু সবটাই দলের হাইকমান্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।