গড়িয়ায় জলমগ্ন শ্রীখন্ডা বিশ্ববানী বিদ্যাভবন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিপন্ন স্বাধীনতা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৬ই আগস্ট ২০১৯ : সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে শ্রীখন্ডা বিশ্ববানী বিদ্যাভবন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জলমগ্ন অবস্থায় স্বাধীনতা দিবস পালিত হল।স্বাধীনতা দিবস নিয়ে অনেক আগে থেকে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করলেও সব ভেসে যায় জলে। বিপন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কিভাবে স্বাধীনতা দিবস পালিত হবে? তাও সকালে হাতে গোনা কিছু ছাত্রছাত্রী এসে উপস্থিত হওয়ায় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস, স্কুল প্রঙ্গনে ক্যারাটে প্রশিক্ষক প্রনমেশ। সব থেকে প্রশংসনীয় হল স্কুলের এমন পরিবেশে প্রশিক্ষণ নিয়ে ৬ জন ক্যারাটে ছাত্র আন্তর্জাতিক স্তরে জয়ী হয়ে এসেছে।স্কুলের ছাত্রছাত্রীরা কি স্বাধীনতা দেখছে? শুধু কন্যাশ্রী, যুবশ্রী আর রূপশ্রী থেকে মিড ডে মিল আর জামা কাপড়, বই খাতা দিলেই হয় না, সাথে পরিবেশকেও সুস্থ রাখার চিন্তাভাবনা করতে হয়। এতদিন পুরপিতা তরুণ কান্তি মন্ডল বলেছেন ওয়ার্ডের পাশ দিয়ে যাওয়া খাল সংস্কার হয় নি বলে জল নিকাশি করা সম্ভব হয় নি, এছাড়া অন্যান্য ওয়ার্ডের বর্ষার জল এই ওয়ার্ড দিয়ে যেওয়ার ফলে এই ওয়ার্ডের নিজস্ব জল যেতে পারে না। এবার তো খাল সংস্কার হয়েছে এবং খালের দৈর্ঘ্য প্রশস্ত হয়েছে, তাতেও এর রাতের বৃষ্টিতে গোটা ওয়ার্ড জলমগ্ন, এবার তবে তার সুরাহা কি? চলার মত রাস্তা নেই, এখনও ব্যাটসের রাস্তায় চলতে হচ্ছে মানুষকে, রাস্তার ধারে জঙ্গল হয়ে থাকলেও তা পরিস্কার করার লোক নেই, পর্যাপ্ত জলের পরিষেবা নেই। মানুষের মধ্যে এই নিয়ে বেশ বিক্ষোভ তৈরি হচ্ছে। আজকের মানুষ চায় পরিষেবা।