মধ্যরাতে স্বাধীনতা থেকে রাখি বন্ধন উৎসবে উত্তর রানিয়া ক্লাব সমন্বয় সমিতি সকলকে সামিল করে চলতে চায়
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৬ই আগস্ট ২০১৯ : রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের রানিয়া ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে উদযাপিত হল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস।১৪ই আগস্ট সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রাত ১২টা ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি দেবাশিস দাশ । এই অনুষ্ঠানে আতসবাজির চোখ ধাঁধানো রঙিন আলোতে মধ্যরাতে স্বাধীনতা পালিত হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐ ওয়ার্ডের পৌরপিতা গৌরহরি দাস ও ৩০ নং ওয়ার্ডের পুরপিতা সঞ্জিত চ্যাটার্জি। এই অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।১৫ ই আগস্ট রাখী বন্ধন উৎসবের মধ্য দিয়ে সমিতির সভাপতি দেবাশিস দাশ ও সদস্যগণ মানুষের সাথে সম্প্রীতি বিনিময় করেন ।
উত্তর রানিয়া ক্লাব সমন্বয় সমিতির সকল প্রতিনিধিদের ৭৩ তম স্বাধীনতা দিবসে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম। রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডে এই সম্প্রীতির বার্তা দিতে গিয়ে বিধায়ক ফিরদৌসী বেগম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন । তিনি বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীই এই সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে প্রথম সঞ্চার করেছেন।এর আগে এই অনুষ্ঠানকে এত জনপ্রিয় করে তুলতে কাউকে দেখা যায় নি।