করোনা সংক্রমণ রুখতে প্রশাসনিক তৎপরতায় বিশেষ জীবানুমুক্ত ড্রাইভ, আগামী তিনদিন সোনারপুরে পূর্ণাঙ্গ লকডাউন, ভ্যাকসিন হবে
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৫শে জুন ২০২১ : রাজ্য সরকার অনেক আগেই সতর্ক বার্তা দিয়েছে দঃ ২৪ পরগণায় করোনা সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে যার মধ্যে সোনারপুরের রাজপুর সোনারপুর পৌরসভা অন্যতম। দফায় দফায় বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল নরেন্দ্রপুর থানা আধিকারিক সুখময় চক্রবর্তীর সাথে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বাধ্য হন আগামী ২৮শে জুন, ২৯শে জুন ও ৩০শে জুন রাজপুর সোনারপুর এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন রাখার ব্যাপারে।
এব্যাপারে নরেন্দ্রপুর থানার আধিকারিক সুখময় চক্রবর্তী জানান বারুইপুর মহকুমাশাসকের নির্দেশে বিশেষ স্যানিটাইজেশন ড্রাইভ নেওয়ার জন্য এই তিনদিন রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টা ওয়ার্ডে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই তিনদিন রাজপুর সোনারপুর পৌরসভা অন্তর্গত ৩৫টা ওয়ার্ডে কোন বাজার, দোকান, কারখানা খোলা যাবে না। শুধুমাত্র ওষুধের দোকান ও শুধুমাত্র দুধের দোকান এই আওতার মধ্যে পড়ছে না। শুধুমাত্র দুধের দোকান বলতে কোন মুদির দোকানে দুধ রেখে বিক্রি করা নয়। যারা দুধের ডিলার শুধুমাত্র তারাই খোলা রাখতে পারবে। এই তিনদিন ৩৫টা ওয়ার্ডের সমস্ত বাজার ও দোকান জীবানুমুক্ত করা হবে।এর মধ্যে দিয়ে করোনার সংক্রমণের দাপট অনেকটা কমবে।এছাড়া প্রয়োজনে রিকশা, অটো, সাইকেল চলাচল বন্ধ থাকতে পারে।
এব্যাপারে রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল জানান, এই তিনদিন মানুষের জন্য ভ্যাকসিনের কাজ যেমন হচ্ছে তেমনই হবে। আগামীকাল গড়িয়া এলাকার সব ব্যবসায়ী, শ্রমিক ও মজদুরদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিকশাচালক, অটোচালক, ট্যাক্সিচালক, বাজারের দোকান ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের লক্ষ্য সোনারপুর উত্তর বিধানসভার সমস্ত নাগরিকদের ভ্যাকসিনের প্রথম ডোজের কাজ শেষ করা। যেভাবে মানুষকে পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় ভ্যাকসিনের কাজ হচ্ছে তাতে আর দু সপ্তাহের মধ্যে ৪৫ উর্দ্ধের সবার ভ্যাকসিনের কাজ শেষ হয়ে যাবে। এরপর ১৮ উর্দ্ধ সবার ভ্যাকসিনের কাজ শুরু করা হবে এবং পাশাপাশি দ্বিতীয় ডোজের কাজও চলবে।