১০ বছরের ধারাবাহিকতা বজায় রেখে যুবশক্তির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করলেন বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৫শে জুলাই ২০২১ : প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের সঙ্কট দেখা দেয় কিন্তু গত দু-বছর ধরে করোনা অতিমারির কারণে রক্তের সঙ্কট বেশি ভাবে দেখা দিয়েছে। এছাড়া অনেকের করোনা টীকা হওয়াতে রক্তদানে কিছুটা সমস্যা হয়েছে। কিন্তু তার মধ্যে প্রতিবছরের মত এবছরও সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় ও দঃ ২৪ পরগণা জেলা যুব শক্তি-র সহযোগিতায় বিশ্ববানী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসক সদস্য নজরুল আলি মন্ডল, রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদার, রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা, দঃ ২৪ পরগণা জেলা জয়হিন্দ বাহিনী সভাপতি পল্লব কান্তি ঘোষ, ছাত্রনেতা সুব্রত পাল, মাধাই সরকার,
অভিষেক দাস, রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস সভাপতি হিমাংশু দে, রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সম্পাদক অমিতাভ কুন্ডু (মিন্টু), বিজন মজুমদার সহ অনেকে।মোট ৬০ জন স্থানীয় বাসিন্দা রক্তদান করেন।
লিঙ্ক ক্লিক করে দেখুন : https://fb.watch/6Z7glt2fFj/
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিধায়ক ফিরদৌসী বেগম, নজরুল আলি মন্ডল, পাপিয়া হালদার, পল্লব কান্তি ঘোষ সহ অনেকে। বিগত ১০ বছর ধরে একইভাবে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে চলেছেন তরুণ কান্তি ঘোষ। আজকের মঞ্চে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়।বিধায়ক ফিরদৌসী ওয়ার্ডের উন্নয়নের কথা বলেন, আগামীদিনে পানীয় জলের সমস্যা দূরীকরণে সমর্থনে বক্তব্য রাখেন এবং আগামী ১৬ই আগস্ট থেকে দুয়ারে সরকারের সুবিধার কথাও তুলে ধরেন। তিনি বলেন উন্নয়ন হয়েছে আগামীদিনে আরও হবে, প্রয়োজন শুধু মানুষের সহযোগিতা। বিধায়ক এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন তৃতীয়বারের জন্য ভোট দিয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত করার জন্য।
লিঙ্ক ক্লিক করে দেখুন : https://fb.watch/6Z7jDMXYXj/