গঙ্গাসাগর মেলায় ভালো কাজের জন্য জয়হিন্দ বাহিনী সহ একাধিক স্বেচছাসেবী সংস্থাকে সংবর্ধনা দিলেন জেলাশাসক পি উলগানাথন
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৭ই আগস্ট ২০২১ : কথায় আছে, “সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার” কিন্তু প্রতিবছরই দঃ ২৪ পরগণার জয়হিন্দ বাহিনীর সভাপতির উদ্যোগে প্রতিবছর গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছাসেবার ক্যাম্প করা হয়। এবছরও কোভিড পরিস্থিতির কথা মাথায় নিয়ে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় যা সুষ্ঠুভাবে পরিচালনা করা খুবই সহজ কাজ ছিল না, আক্রণ সেই সময় করোনার থাবা ছিল মারাত্মক। আর সেই কাজে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবার জয় হিন্দ বাহিনীকে সম্বর্ধিত করলো। জেলা প্রশাসনের তরফে জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের হাতে একটি শংসাপত্র তুলে দেন জেলাশাসক পি উলগানাথন আলিপুর নব প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে।জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে ও জেলা শাসক পি উলগানাথনকে ফুলের স্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো।
শুধু জয় হিন্দ বাহিনী নয়, গঙ্গাসাগর মেলায় সহযোগিতা কারি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকেও জেলা প্রশাসনের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বলে জানা গেল।জেলা প্রশাসনের তরফে জানানো হয়, কোভিড পরিস্থিতিতে এবার গঙ্গাসাগর মেলার আয়োজন করা খুবই কঠিন কাজ ছিল। হাজার হাজার তীর্থ যাত্রীদের জন্য নানা ধরনের বিধি নিষেধ তৈরি করতে হয়েছিল।আর এই কাজে দারুন ভাবে এগিয়ে এসেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁরা সেবার মাধ্যমে তীর্থযাত্রীদের সুরক্ষিত রেখে ছিল। তাদের সাহায্য ছাড়া এ বারের গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। তাই স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে জয়হিন্দ বাহিনীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।