রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বিদায়ী পৌরপিতা বিভাস মুখার্জিকে বাদ দিয়েই স্বাধীনতা দিবস
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৮ই আগস্ট ২০২১ : প্রতিবছরের মত এবছরও রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ওয়ার্ডের দলীয় কার্যালয়ে পালিত হল ভারতের স্বাধীনতা দিবস, কিন্তু তার চিত্রটা ছিল অনেকটাই অপরিচিত। প্রতিবার ওয়ার্ডের পৌরপিতা তথা আজকের প্রাক্তন প্রশাসকমন্ডলীর সদস্য এবং গড়িয়া টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি বিভাস মুখার্জির উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হত। যদিও স্বাধীনতার দিবস পর্যন্ত বিভাস মুখার্জি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ছিলেন, তারপর থেকে তিনি আর সেই পদে নেই।
কিন্তু এবছর তাঁর পরিবর্তে গড়িয়া টাউন আইএনটিটিইউসি-র আহ্বায়ক পিন্টু দেবনাথকে দিয়ে কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করানো হয়। এমন কি ঘটনা ঘটলো যার জন্য ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা বিভাস মুখার্জিকে রাখা হল না বা তিনি নিজেও উপস্থিত হলেন না। তবে কি ওয়ার্ডের তৃনমূল নেতৃত্বদের কাছে আগে থেকেই এমন আঁচ ছিল যে বিভাস মুখার্জিকে প্রশাসকমণ্ডলী পদ থেকে সরানো হচ্ছে? কিন্তু তবুও তো তিনি ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা গড়িয়া টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি। অনেকেরই মনে প্রশ্ন উঠছে তাঁর কিছু অনুগামীর উপর অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত নিল ওয়ার্ড নেতৃত্ব নাকি তিনি নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন? বর্তমানে তারই ওয়ার্ডে এক রক্তদান শিবিরেও একই চিত্র ধরা পরে। সেই রক্তদান শিবিরেও তাঁর নামের উল্লেখ ছিল না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিন্টু দেবনাথ, ওয়ার্ড সভাপতি হিমাংশু দে, ৫ নং ওয়ার্ডের সম্পাদক অমিতাভ কুন্ডু, সুধাংশু পট্টনায়েক, শিবু কর সহ অনেকে।তবে কি এবার সরাসরি ওয়ার্ড সভাপতি হিমাংশু দে-র সাথে সংঘাতে জড়ালেন বিদায়ী পৌরপিতা বিভাস মুখার্জি?
এমনও শোনা যাচ্ছে আগামী পৌর নির্বাচনে তৃণমূলের টিকিতে যদি তিনি প্রার্থী হন তবে তাঁর বিরুদ্ধে এই ওয়ার্ডে নির্দলে প্রার্থী হতে পারেন তৃনমূল দলের কোন এক স্থানীয় নেতৃত্ব।রাজনীতিতে সবই সম্ভব, এখন শুধু সময়ের অপেক্ষায়, দেখতে হবে ওয়ার্ডের ভবিষ্যৎ কি হতে চলেছে।