প্রথম পাতা

মোবাইলে এবার পৌরসভা এলাকাতে ভ্যাকসিনের নাম নথিভুক্ত করার সুবিধা, জেনে নিন কি করতে হবে

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৭ই জুন ২০২১ : এতদিন কলকাতা কর্পোরেশনে করোনা ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্তের কাজ হচ্ছিল। কলকাতা কর্পোরেশনের নাগরিকরা অ্যানরয়েড ফোনে নিজের জন্ম তারিখ, পরিচয় পত্র নং, নাম নথিভুক্ত করলেই নিজের এলাকায় কোথায় এই ভ্যাকসিন দেওয়া যাবে তা জেনে জেতেন এবং দিন ও জায়গা চিহ্নিত করে নিতে পারতেন। সেই সময় মত নির্ধারিত বোরো অফিসের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন পেতেন।Vaccine Slot Booking.

এবার সেই একই সুবিধা রাজ্যের সব পৌরসভাগুলোতে পাওয়া যাচ্ছে। কিভাবে পাবেন জেনে নিন।

১) আপনার অ্যানরয়েড ফোনে 8335999000 সেভ করুন

২) এবার whatsapp-এ গিয়ে উপরের নম্বরের খোঁজ করুন

৩) আপনি Hi টাইপ করুন

৪) কোন জেলার জন্য তা নির্ধারিত করুন, যেমন দঃ ২৪ পরগণার জন্য টাইপ করুন 16

৫) এবার প্রথম ডোজ নেওয়ার হলে জন্ম সাল উল্লেখ করতে হবে যেমন 1960। যদি দ্বিতীয় ডোজ নিতে হয় তবে প্রথম ডোজের দিন ও মাস উল্লেখ করতে হবে 04/21।

৬) আপনি কোন পরিচয় পত্রের তথ্য দিতে চান তা নির্ধারিত করুন যেমন 1. Aadhar card, 2. Driving License, 3. Pan Card, Passport, 4. Pension Passbook, 5. Voter Card.

৬) পরিচয় পত্রের তথ্যের জন্য যে সংখ্যা নির্ধারিত করেছেন তার বিবরনের নম্বর টাইপ করুন।

৭) আপনার নাম ও লিঙ্গ টাইপ করুন যেমন Ambar Bhattacharya, M

৮) এবার কোন পৌরসভায় ভ্যাকসিন নিতে চান সেই পৌরসভার পাশে দেওয়া নম্বর টাইপ করুন যেমন 1. Diamond Harbour 3. Pujali, 4. Joynagar-Majhilpur 8. Canning-1, 9. Budge Budge যেমন Diamond Harbour হলে 1 টাইপ করুন

৯) এবার আপনাকে কেন্দ্রের নাম দেবে, কোন কেন্দ্রে নিতে চান তা আপনার পছন্দ অনুযায়ী নির্বাচিত করুন।কেন্দ্রের পাশে দেওয়া নম্বর টাইপ করুন যেমন Meghna Bhawan হলে 1 টাইপ করুন

১০) এবার আপনাকে উল্লেখিত তারিখ নির্ধারিত করতে বলবে। আপনি সেই তারিখ নির্ধারিত করলেই আপনার বুকিং সমাপ্ত হবে।

এবার আপনি সেই অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে গেলে ভ্যাকসিন নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *