প্রথম পাতা

রাজপুর সোনারপুরের সব ওয়ার্ডে করোনা টিকার কারণে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত “দুয়ারে ক্যাম্প” স্থগিদ

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৩০শে আগস্ট ২০২১ : রাজপুর সোনারপুর পৌরসভার সব ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। প্রথম ক্যাম্প সব ওয়ার্ডে হলেও এবার দ্বিতীয় পর্বের ক্যাম্পের কাজ শুরু হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প স্থগিদ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২রা সেপ্টেম্বর রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিশ্ববানী স্কুলে যে দুয়ারে ক্যাম্প হওয়ার কথা ছিল তা করোনা টিকাকরণের কারণে স্থগিদ রাখার নির্দেষ দেওয়া হয়েছে। বাসিন্দাদের মধ্যে অনেকে এই স্থগিত থাকার কারণে দিশাহারা হয়ে পড়েছেন কিন্তু এই স্থগিতাদেশ মানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হয়ে যায় নি। সাময়িক স্থগিত রাখা হয়েছে। কয়েকদিন পর আবার দুয়ারে ক্যাম্পের দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এব্যাপারে ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল জানান, মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে অনেক সুবিধা পেয়েছে তাই তারা এই ক্যাম্প স্থগিত রাখার জন্য অনেকটা হতাশ হয়ে পড়েছে, আমি যতটা পারছি মানুষকে বুঝিয়ে বলছি যে আবার ক্যাম্পের দন ঘোষণা হবে, চিন্তার কোন কারণ নেই। আপনারাও আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে একটা বার্তা দিয়ে দিলে মানুষ অনেকটা আশ্বস্ত হবে। মানুষ দুয়ারে ক্যাম্প নিয়ে বেশ উৎসাহিত কারণ এই ক্যাম্পে এসে অতি সহজে মানুষ অনেক উপকার পেয়েছে। পরবর্তী ক্যাম্প ৮ই সেপ্টেম্বরের পর জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *