মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মোর্তাজা লোদ্গর
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৭ই সেপ্টেম্বর ২০২১ : মুর্তাজা লোদগর, বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার, বাঁ হাতি স্পিনার ছিলেন মুর্তাজা। বাংলার হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেছেন ১৯৯৭-২০০৭ সাল পর্যন্ত। তারপর তিনি মিজোরাম ক্রিকেট দলের কোচিং -এর দায়িত্বভার গ্রহণ করেন। জন্ম : ৫ই মে ১৯৭৬ গুজরাটের সিদ্ধপুর, মৃত্যু ১৭ই সেপ্টেম্বর ২০২১ ভাইজাক।
আজ মিজোরাম ক্রিকেট দল নিয়ে ভাইজাকের স্টেডিয়ামে অনুশীলন করছিলেন, অনুশীলনের পর তিনি সন্ধ্যাবেলা মাঠে হাঁটছিলেন, হঠাৎ তিনি হৃদরোগে আক্রন্ত হন এবং মাঠেই লুটিয়ে পরেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মত সময় পাওয়া যায় নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫। এই খবর কলকাতায় পৌছায় আজ রাতে এবং বাংলার গোটা ক্রিকেট মহলে নেমে আসে শোকের ছায়া। বাংলার প্রাক্তন ক্রিকেটার সূর্য্য সারথি রায় আমাদের জানান, খুবই খারাপ সংবাদ, সংবাদটা শুনে প্রথমে মানতে পারছিলাম না, আমরা একসাথে মাঠে খেলেছি, কত সময় একসাথে কাটিয়েছি। আজ সব স্মৃতিগুলো চোখে ভেসে উঠছে।
আগামীকাল তার নিথর দেহ কলকাতায় আনা হবে। সিএবি সচিব অভিষেক ডালমিয়া মোর্তাজার আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করে জানান আগামীকাল সিএবি-র পতাকা অর্ধনমিত থাকবে। মোর্তজা অতি শৃঙ্খলাপরায়ন ও নম্র স্বভাবের ছিল। মিজোরামের কোচ হিসাবে ভালই করছিল। সিএবি সম্পাদক স্নেহাশিস গাঙ্গুলি জানান, আমি ভাবতেই পারছি না আমাদের লাট্টু আর নেই। আমি কিছুদিন আগেই ভাবছিলাম লাট্টু-কে বাংলার ক্রিকেটে ফিরিয়ে আনবো। মুর্তাজার শেষ পাওয়া প্রথম শ্রেনী ম্যাচের রেকর্ড অনুযায়ী হল
ব্যাটিং গড় ম্যাচ ৯, ইনিংস ১৪, নট আউট ২, রান ১১৩, সর্বোচ্চ রান ২২
বোলিং গড় ম্যাচ ৯, ইনিংস ১৬, বল ১৯৪৭ উইকেট ৮৩৫ রানে ৩৪ উইকেট, সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট।