দমদম আজিতেশ মঞ্চে রেওয়া বর্ষপূর্তি উৎসব ও গুণীজন সম্মাননা
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৫ই ডিসেম্বর ২০২১ : এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ই ডিসেম্বর রবিবার দমদমের অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হলো রেওয়া পত্রিকা আয়োজিত রেওয়া কালচারাল এর বর্ষপূর্তি অনুষ্ঠান। রেওয়ার কালচারাল প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী, সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী এবং সম্পাদক নির্মাল্য বিশ্বাস এর সুন্দর পরিকল্পনা সাথে ছিলেন রেওয়া র মডারেটর স্নেহাশিস রায় চৌধুরী র সুন্দর ব্যবস্থাপনায়, রেওয়া উপহার দিল এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা, প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক অমর মিত্র, বিশেষ অতিথি দেবরাজ চক্রবর্তী ( বিধাননগর কর্পোরেশন, কাউন্সেলার )। কথাকবি সাহিত্যিক সদ্যজাত ও অজিতেশ নাগ উপস্থিত ছিলেন l নাচ গান, কবিতাপাঠের সাথে ছিল গুণীজন সংবর্ধনা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য রেওয়া সারস্বত 2021 সম্মাননা পেলেন বিশিষ্ট সংগীতশিল্পী নূপুরছন্দা ঘোষ।
রেওয়া মানবসেবা জনসচেতনতা সম্মাননা 2021 পেলেন বিশিষ্ট সাইকোলজিক্যাল কাউন্সেলার দীপিকা তরফদার ( দীপানি এনকোর এল এল পি), রেওয়া সাংস্কৃতিক মেলবন্ধন সম্মাননা পেলেন কটকের সুধাশ্ৰী দত্ত, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিখ্যাত শিল্পী নূপুরছন্দা ঘোষ এর অসাধারণ গান। দীপিকা তরফদার এর অসাধারণ বক্তৃতা মানসিক সমস্যা নিয়ে দর্শক দের মুগ্ধ করেছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সঙ্গীত, পরিবেশনায় মুগ্ধ করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবাদৃত চট্টোপাধ্যায়, রাখি সেন (কটক ), সুবিদিতা বোস, কাজল চৌধুরী, আমন্ত্রিত অতিথি আবৃত্তি শিল্পী ছিলেন পিয়ালী ঘোষ( দ্বারিক গ্রান্ডসন্স এর কর্ণধার), নৃত্য পরিবেশনায় মুগ্ধ করেন শর্মিলী বিশ্বাস, ও প্রজ্ঞাবন্তী ব্যানার্জী বিশ্বাস। এছাড়াও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ করেন তিথি সেনগুপ্ত, শুক্লা ব্যানার্জী, তপশ্রী চক্রবর্তী, মৌসুমী দাস, নন্দিতা দত্ত, কাকলি সেনগুপ্ত, সোহম সেনগুপ্ত, মৌমিতা ধর, সানন্দা কর চাকি, আবৃত্তি পরিবেশনায় সুমনা মিশ্র, যন্ত্র সঙ্গীত সৌরপ্রভ ব্যানার্জী
এছাড়াও অনেক গুণী ব্যক্তিরা সম্মাননা পেয়েছেন, ছিলেন দ্বারিক গ্রান্ডসন্স এর কর্ণধার সিদ্ধার্থ ঘোষ, বাংলাদেশ থেকে বিখ্যাত কবি, আবৃত্তি শিল্পী টিটো মুন্সী, বিশিষ্ট অতিথি অমিতাশ্রী ঘোষ।
জনসেবা সম্মাননা পেলেন দীপানি এনকোর এল এল পি এর সাইকোলোজিস্ট পাঁপড়ি দাস
বাচিক শিল্পী সম্মাননা পেলেন মৌতৃষা চৌধুরী, আবৃত্তি শিল্পী পূরবী রায়, মধুমিতা বসু, কবি রাজশ্রী ব্যানার্জী। এছাড়াও ছিল অনেক গুণীজন সম্মাননা। রেওয়া মিউজিক ফেস্টিভ্যাল এর বিজেতা ডি জে এস আর এল ও পার্থ প্রতিম চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিখ্যাত চিত্র পরিচালক( মানব জমিন খ্যাত )জয়দেব ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পর্ণা গুপ্ত, জয়া চৌধুরী।