২১শে মার্চ রাজপুর সোনারপুরে শপথ গ্রহণের সম্ভাবনা, পৌরপ্রধান ধরে রাখছেন ডঃ পল্লব দাস, সি আই সি-তে মহিলাদের প্রাধান্য
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১২ই মার্চ ২০২২ : পৌরসভা নির্বাচন হয়ে গেছে, ফল ঘোষণাও হয়ে গেছে। তৃনমূল প্রার্থীদের সব টেনশনের অবশান হলেও এখন সব থেকে বড় টেনশন শুরু হয়ে গেছে। সকলেই ভাল ফল করার সুবাদে সকলেই আশা করছেন দল তাদের পৌরসভা পরিচালনার দায়িত্ব তুলে দেবেন। কিন্তু তা তো দলের পক্ষেও সম্ভব নয়। প্রতিটা পৌরসভায় ১জন পৌর প্রধান, ১ জন উপ পৌর প্রধান থাকে এবং কয়েকজন নিয়ে গঠন হয় পৌর প্রধান পারিষদ। সেখানে সকলকে জায়গা দেওয়া সম্ভব নয়। রাজ্যে বেশ কিছু পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ১৬ই মার্চ আবার শোনা যাচ্ছে রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহণ ২১শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। যদিও দলীয় সূত্রে এখনো সেরকম কোন নির্দেশ পাওয়া যায় নি। তবে ১৬ই মার্চ বর্ধমান পৌরসভার আনুষ্ঠানিক শপথ গ্রহণ হবে বলে জানা যায়।
রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধানের দায়িত্বভার দ্বিতীয়বারের জন্য গ্রহণ করতে চলেছেন ডঃ পল্লব দাস। কিন্তু পাশাপাশি আরেকটা নাম উঠে আসছে কুহেলি ঘোষ। কিন্তু আবার এমনও শোনা যাচ্ছে এবার পুরুষ-মহিলার ইকোয়েশনে হতে চলেছে যা গত ২০০৯ ও ২০১৫ সালে হয়েছিল। সেক্ষেত্রে যদি সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে ডঃ পল্লব দাস পৌর প্রধান হয় তবে সোনারপুর উত্তর বিধানসভা থেকে উপ পৌর প্রধান হতে পারে, কিন্তু সেটা আবার যদি মহিলা হয় তবে তা কে হবেন? ডঃ পল্লব দাসকে পরপর দুবার পৌর প্রধান যদি না করে দল সেক্ষেত্রে কুহেলি ঘোষ পৌর প্রধান হতে পারেন। তখনও উপ পৌর প্রধান সোনারপুর উত্তর বিধানসভা থেকেই পুরুষ হবে। গত ২০০৯ সালে এই পদ্ধতিতে পৌর প্রধান ও উপ পৌর প্রধান হয়। সে সময় আজকের বিধায়ক ফিরদৌসী বেগম ছিলেন উপ পৌর প্রধান কিন্তু ২০১৫ সালে সেই সময়ের জেলা সভাপতি প্রভাব খাটিয়ে সোনারপুর দক্ষিণ থেকেই দুটি পদ দিয়েছিলেন।
কিন্তু ডঃ পল্লব দাস সোনারপুর দক্ষিণ বিধানসভার বর্তমান বিধায়ক লাভলি মৈত্রের পছন্দের বলে সেই সূত্রে গতবারের পদ ধরে রাখতে চলেছেন। আবার কুহেলি ঘোষ ক’দিন আগে টাউন সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর ফের বিধায়ক লাভলি মৈত্রের সুপারিশে কুহেলিকে সরিয়ে পুরানো সভাপতি শিবু ঘোষকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়। সেই হিসাবে হয়তো কুহেলিকে উপ পৌর প্রধান করে সম্মান জানাতে পারে।
প্রশ্ন এবার পৌর প্রধান পারিষদ কারা থাকছেন? প্রথমবার জয়ী প্রার্থীদের সেভাবে এই তালিকায় নাম দেখা যাচ্ছে না ব্যাতিক্রম যদি নেত্রী মমতা ব্যানার্জি কারও নাম প্রস্তাব করেন সেটা অবশ্যই মান্যতা পাবে। তবে এখনও অবধি সম্ভাব্য তালিকায় রয়েছে গতবারের সি আই সি রঞ্জিত মন্ডল, নজরুল আলি মন্ডল ও বিভাস মুখার্জি। কিন্তু বাকি ২টো সি আই সি উত্তর ও দক্ষিণ সোনারপুর বিধানসভা থেকেই হবে যার মধ্যে নাম রয়েছে সোনালী রায়, বিশ্বজিৎ দে, সঞ্জিত চ্যাটার্জি, দিপালী নস্কর, মফজ্জর হোসেন, পিন্টু দেবনাথের মত নাম, কিন্তু সুশান্ত দাস খুব পিছিয়ে নেই। প্রথমবার জয়ী প্রার্থী হিসাবে যদি নেত্রী মমতা ব্যানার্জি কাউকে সি আই সি মনোনীত করেন সেখানে কারও কিছু বলার থাকবে না। তবে এবার মহিলাদের প্রাধান্য দেওয়া হবে বলে জানা যায়। তবে পুরানো সি আই সিদের মধ্যেও বাদ হতে পারে।