রাজনীতি

২০শে মে বীরভূম জেলা সভাপতি পরিবর্তন করতে চলেছেন মমতা?

দেবকুমার মল্লিক, তকমা, বীরভূম, ১৮ই মে ২০২২ : গোটা রাজ্যে ব্লক সভাপতি থেকে টাউন সভাপতি পরিবর্তন করতে চলেছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই পরিবর্তনের পিছনে একটাই কারণ, দলের মধ্যে শুদ্ধিকরণ অরে মানুষের কাছে দলের ভাবমুর্তিকে তুলে ধরতে। বহুদিন ধরে মানুষ একই মুখ দেখতে দেখতে হাফিয়ে উঠেছে। এছাড়া এক মুখ থাকার ফলে দলের কর্মীরাও বহু ক্ষেত্রে ভেঙে পড়েছে। তারা ভাবতে শুরু করেছে এই মুখ কোনদিনও পরিবর্তন হবে না আর তাদেরও আর নেতৃত্ব দেওয়ার সুযোগ হবে না। দলে একচ্ছত্র রাজের অবসান ঘটাতে চাইছেন মমতা ব্যানার্জি।

আপাতত বীরভূম জেলা তিন ভাগে ভাগ হচ্ছে ১) বোলপুর, ২) সিউরি ও ৩) রামপুরহাট। এতদিন এই গোটা বীরভূম জেলা সভাপতি হিসবে দেখতেন অনুব্রত মন্ডল কিন্তু এবার সেই জায়গায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-র নাম উঠে আসছে। এছাড়া বোলপুরের জন্য নাম শোনা যাচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউরি-র ক্ষেত্রে স্বপন কান্তি ঘোষ ও রামপুরহাটের জন্য আসিস বন্দ্যোপাধ্যায় নাম শোনা যাচ্ছে। আগামী ২০ তারিখে গোটা বীরভূম জেলা কমিটি ও সমস্ত ব্লক কমিটির নাম ঘোষণা করবেন স্বয়ং মমতা ব্যানার্জি।

তবে কি সাংসদ শতাব্দী রায়ের সাথে অনুব্রত মন্ডলের যে বিবাদ শুরু হয়েছিল তারই ফল হিসাবে এই পরিবর্তন? রাজনৈতিক মহল ও তৃনমূলের অন্দরমহলে ইতিমধ্যে এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আবার তৃনমূল দলের একদল ভাবছে বালি খাদানের থেকে যে তোলাবাজি হচ্ছে এবং যার জন্য সিবিআই ও ইডি অনুব্রতকে নিয়ে পড়েছে এবং এই বালি পাচার নিয়ে যেভাবে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে যাচ্ছে তার থেকে মুক্তি দিতেই এই নতুন পরিকল্পনা নিয়েছেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। এছাড়া বাগটুই ঘটনার মূল নায়ক যে অনুব্রত মন্ডল তা ইতিমধ্যেই অনেকটা পরিস্কার হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সবটাই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির মাস্টার মাইন্ড ও সিদ্ধান্ত যা জানা যাবে আগামী ২০শে মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *