মন্ত্রী পার্থ চ্যাটার্জি SSC-তে টাকা নিয়েছে বলে গ্রেপ্তার হলে দালালরা কেন বাদ যাবে? অর্পিতা বলেছে, টাকা নিয়েছে দালালরা, কারা সেই দালাল?
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২৩শে জুলাই ২০২২ : SSC কান্ডে TET-এ চাকরির সুযোগ করে দেওয়ার জন্য গোটা রাজ্যে বেশ কিছু দালাল ময়দানে নেমে পড়েছিল। এই দালাল চক্র CHAINWISE বাজারে কাজ করেছে। এর ফলে ধাপে ধাপে বেড়েছে টাকার অঙ্ক। শেষে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি-র হাতে টাকা পৌঁছেছে এটা যেমন ঠিক তেমন FIELD থেকে প্রার্থীদের থেকে টাকাটা তো তুলেছে দালালরা। এই দালালচক্রে বিজেপি-র কিছু ডাকসাইটের নেতারাও যুক্ত আছে বলে জানা যাচ্ছে। কিছুদিন আগে সেই নেতাকে ফোন করে কিছু শিক্ষক পদে কর্মচ্যুত পার্থী বলেও সূত্র মারফৎ জানা যায়। তারা হয় টাকা নাহয় চাকরি ফেরত চেয়েছিল, তার উত্তরে বিজেপি নেতা জানিয়েছিলেন তখন আমি তৃনমূলে ছিলেন তমাদের চাকরি করে দিয়েছি, এখন তো আমি তৃনমূলে নেই। এখন যদি চাকরি যায় সেখানে আমি কি করতে পারি? টাকা নিয়েছিলাম চাকরি করে দেওয়ার জন্য, চাকরি টিকিয়ে রাখার জন্য টাকা নিই নি।
এছাড়াও আরও কিছু তৃনমূল নেতা ও কর্মী এই দালালচক্রের সাথে যুক্ত ছিলেন যারা বাজার থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এবং চাকরি প্রক্রিয়া চালিয়েছেন। এবার মানুষের প্রশ্ন প্রাথমিক অবস্থায় তো মন্ত্রী পার্থ চ্যাটার্জি মানুষের হাত থেকে তো টাকা
নেয়নি। যারা প্রাথমিক অবস্থায় মানুষের থেকে সরাসরি টাকা তুলেছে তারা কেন গ্রেপ্তার হবে না? এবার মানুষের ধরণা এই যে বিশাল র্যাকেট TET দুর্নিতির সাথে যুক্ত তাদেরও জিজ্ঞাসাবাদ করবে ED। তবে কি এবার TET দুর্নিতির শেষ দেখার জন্য ED দালালদেরও জিজ্ঞাসাবাদ করবে? তবে তো সব দালালদের রাতের ঘুম গেল। এই TET দুর্নিতির ব্যাপারে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী পার্থ চ্যাটার্জি-র আপ্ত সহায়ক সুকান্ত আচার্য।কিন্তু সব শেষে একটা কথা বলতেই হয় যে টাকাটা কিন্তু পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে পাওয়া যায় নি, পাওয়া গেছে অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে। তবে পার্থ চ্যাটার্জি দায়ী কি? আর এখানে তৃনমূল দল কি দায়ী? তৃনমূল নেত্রী ক’দিন আগে ২১শে জুলাই মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন “যে অন্যায় করবে তার জন্য সে শাস্তি পাবে”। তাই তো হল। অভিনেত্রী অর্পিতা মুখার্জি এখনও জেরার মুখে। হিসাব দিচ্ছেন কোথায় আরও টাকা গচ্ছিত আছে। তবে ২০ ঘন্টা হয়ে গেছে টাকা গোনার কাজ চলছে। এরপর তবে কার পালা, তবে কি এখন লটারি হচ্ছে দলের নেতাদের মধ্যে?